সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় এবার ইডি-র (Enforcement Directorate) নজরে মানিক-ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষা পর্ষদের এক অস্থায়ী কর্মী। সূত্রের খবর, নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এসেছে পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগের চুক্তিভিত্তিক কর্মীর নাম। চাকরি বিক্রি চক্রের সঙ্গে কি জড়িত ওই কর্মী? জানতে সল্টলেকের (Saltlake) AC ব্লকে অর্ণব বসু নামে ওই কর্মীর বাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে বলে সূত্রের খবর।


গ্রেফতার একাধিক: নিয়োগ দুর্নীতির মামলায় এতদিন গ্রেফতার হয়েছেন রাজনৈতিক নেতা এবং শিক্ষাজগতের একদা দণ্ডমুণ্ডের কর্তারা! এবার ইডির আতসকাচের তলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের এক চুক্তিভিত্তিক কর্মী! শাসক ও বিরোধীদের একের পর এক কর্মসূচিতে তুঙ্গে ওঠা রাজনীতির পারদের ছোঁয়ায় বুধবার যখন ব্লকব্লাস্টার, ঠিক সেইসময় ফের সল্টলেকে অভিযান চালাল ইডি। কোথায় কোথায় ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল?


ইডি সূত্রে কী খবর? নিয়োগ-দুর্নীতিকাণ্ডে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগের চুক্তিভিত্তিক কর্মী অর্ণব বসুর দিকে নজর গোয়েন্দাদের। এদিন দুপুর ১টা নাগাদ অর্ণব বসুর সন্ধানে সল্টলেকের AC ব্লকে শ্বশুরবাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। পরিবার সূত্রে খবর, ঘরজামাই হিসাবে শ্বশুরবাড়িতে থাকেন অর্ণব।


ইডি সূত্রে খবর, ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে উঠে এসেছে অর্ণবের নাম। ২০১০-এ চুক্তিভিত্তিক কর্মী হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগে যোগ দেন মানিক-ঘনিষ্ঠ অর্ণব বসু। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যের নির্দেশে জেলার বিভিন্ন এজেন্ট ও নিয়োগ কর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন অর্ণব।  


তবে কি চাকরি বিক্রি-চক্রের অংশীদার ছিলেন অর্ণব বসু? ইডি সূত্রে খবর, অর্ণব বসুর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। নিয়োগ সংক্রান্ত কোনও আর্থিক লেনদেন মানিক-ঘনিষ্ঠ অর্ণবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছিল কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, বুধবারই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়নের স্ত্রী কাকলি শীল ইডি দফতরে এসে বেশ কিছু নথি জমা দেন বলে সূত্রের খবর।


আরও পড়ুন: West Midnapore: সমবায়েও টাকা 'নয়ছয়', কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে


গতকালই কলকাতার যশোর রোড ও গুরুসদয় রোডে ২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। মুম্বইয়ে হাওয়ালা সংক্রান্ত একটি মামলার সূত্রেই তল্লাশি চালানো হয় বলে খবর সূত্রের। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি।