ঢাকা: শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শাকিব আল হাসান (Shakib Al Hasan) এবার আবারও কেকেআরের হয়েই খেলতে দেখা যাবে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আইপিএলে মাঠে নামার আগেই দেশের (Bangladesh Cricket Team) জার্সি গায়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।  


শাকিবের বিশ্বরেকর্ড


বর্তমানে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন শাকিব, লিটন দাসরা। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন শাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে গেলেন শাকিব। নাইট সতীর্থ টিম সাউদিরই রেকর্ড ভাঙলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। শাকিবের পাঁচ উইকেট ও ৩৮ রানে ভর করেই মূলত ম্যাচটি জেতে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বর্তমানে শাকিবের দখলে ২০.৬৭ গড়ে মোট ১৩৬টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৬.৮।


লিটনের রেকর্ড


একই ম্যাচে কেকেআরের আরেক তারকা লিটন দাসও রেকর্ড গড়লেন। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান আয়ার্ল্যান্ড অধিনায়ক। কিন্তু আবহাওয়ার কোনও সুবিধেই তুলতে পারেননি আইরিশ বোলাররা। প্রথম থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেন লিটন ও তাঁর ওপেনিং পার্টনার রনি। লিটন মাত্র ১৮ বলে তাঁর অর্ধশতরান পূরণ করেন। ভেঙে দেন বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে দ্রুততম অর্ধশতরান করা আশরাফুলের রেকর্ড। রনি যদিও ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। লিটন ৪১ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক শাকিব আল হাসান ২৪ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। মূলত এই  দুইজনের ব্যাটিং বিক্রমেই নির্ধারিত ১৭ ওভারে ২০২ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ।


জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে আয়ার্ল্যান্ড। বল হাতে ৫ উইকেট তুলে নেন শাকিব। তিনি নিজের ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেন। তাসকিন আহমেদও যোগ্য সঙ্গ দেন অধিনায়ককে। তিনি ৪ ওভারে ২৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রানই তুলতে পারেন আইরিশরা। 


আরও পড়ুন: কেকেআরের সবচেয়ে বড় শক্তি কী? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন নিউজিল্যান্ডের তারকা