আবির ইসলাম, পরিতোষ দাস ও এরশাদ আলম, কলকাতা: কাউকে গাঁজা কেস দেওয়ার হুমকি! কখনও সিপিএমের প্রাক্তন বিধায়কের মাথা ফাটিয়ে কান ধরে ওঠ বোস করানো নিয়ে কটাক্ষ! নির্দল প্রার্থীর বাড়িতে হামলার নির্দেশ, বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। আজ গরুপাচার মামলায় তাঁর গ্রেফতারির পর, সেইসব মানুষরা কী বলছেন?


লাগাতার ডাকছিল সিবিআই, চরমে উঠছে অস্বস্তি! মুক্তির উপায় খুঁজতে ১৫ অগাস্ট বাড়িতে যজ্ঞ করানোর তোড়জোড় করছিলেন অনুব্রত মণ্ডল। বাড়ির ছাদে প্যান্ডেলও বাধা হয়ে গিয়েছিল। কিন্তু, যজ্ঞের আগেই গড় থেকে গ্রেফতার অনুব্রত মণ্ডল! উঠল চোর বিদ্রূপও!


বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল বরাবরই বিতর্কিত ব্যক্তিত্ব। কেন? উত্তর পেতে গেলে ফিরে তাকাতে হবে পিছনের দিকে। ২০১৮ সালের দোসরা সেপ্টেম্বর। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রামে তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে অনুব্রত মণ্ডল। সেইসময় এক বিজেপি নেত্রীকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রত! আউশগ্রামের সেই বিজেপি কর্মী, সঙ্গীতা চক্রবর্তী বলছেন, 'আজ আমরা মুক্তির স্বাদ পেলাম। ১১ বছর পরে মনে হল মুক্ত আমি। কথা বলার একটা জায়গা তৈরি হল। আজকে মন খুলে হাসতে পারছি, বুঝতে পারছি আইনের জয় হয়।'


জাঠায় অংশ নিয়ে রক্তাক্ত হওয়ার পর, ২০১৫ সালে বীরভূমে এভাবেই চরম হেনস্থা করা হয়েছিল ময়ূরেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেটকে। কান ধরে বলানো হয়েছিল সিপিএম করব না। এই ঘটনার নিন্দা করা তো দূরের কথা, উল্টে কটাক্ষ করেছিলেন অনুব্রত মণ্ডল। গ্রেফতারির পরে সেই ময়ূরেশ্বরের  প্রাক্তন সিপিএম বিধায়ক বলছেন, 'অনুব্রতর মতো মানুষদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত আরও বেশি করে। এতে মানুষ তৃপ্তি পাবে।'


আরও পড়ুন: Anubrata Mandal Arrested: গাড়িতে বসে দীর্ঘশ্বাস, চোখের কোণে জল, কলকাতায় আসার পথে বিধ্বস্ত চেহারা অনুব্রতর


২০১৯-এর ৬ সেপ্টেম্বর, নানুরের কৃষ্ণপুর গ্রামে বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু, এরপরই নিহতের স্ত্রীকে পাশে বসিয়ে বিজেপির বিরুদ্ধেই খুনের অভিযোগ তোলেন অনুব্রত মণ্ডল! বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর খুশি গড়াই পরিবার। অনুব্রতর গ্রেফতারির পরে মৃত স্বরূপ গড়াইয়ের বাবা ভুবনেশ্বর গড়াই বলছেন, 'ছেলেকে খুন করেছিল তৃণমূল। তখন বিচার পাইনি। পরবর্তীকালে বউমাকে পাসে বসিয়ে বলিয়েছিল। ৫ লক্ষ টাকা দিয়েছিল। চাকরি দেয়নি। অনুব্রত জেলে যাওয়ায় খুশি।'


বীরভূমের রাজনীতিতে বারবার চমক দেখিয়েছেন যে অনুব্রত মণ্ডল, সেই তিনিই এবার সিবিআই জালে। এতদিন হুঁশায়ারি-হুমকিতে ওস্তাদ অনুব্রত মণ্ডল, বৃহস্পতিবার গ্রেফতারির সময় চুপ.... আবার আদালতে তোলার সময়ও নীরব...গ্রেফতারির পর অনুব্রতর বাড়ি যেমন খাঁ খাঁ করছে, তেমনই তাঁর মুখেও কুলুপ!