বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহা, নয়াদিল্লি : সারাদিনের শোরগোলের পর দিনের শেষেও টানটান উত্তেজনা। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আজ রাতেই স্বাস্থ্য পরীক্ষার (Medical Test) পর তাঁকে পেশ করা হবে আদালতে। জানা যাচ্ছে, ভিডিও লিঙ্কের মাধ্যমে বিচারকের সামনে আজ রাতেই পেশ করা হবে কেষ্টকে। সন্ধে ৬ টা ৫৬ মিনিটে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে রওনা হয়ে 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল দিল্লিতে পোঁছন রাত ৮.৫৬ মিনিটে।


কলকাতা থেকে দিল্লিযাত্রা


পৌঁছনোর কিছুটা পর শ্বাসকষ্ট বোধ করায় অনুব্রত মণ্ডলকে হুইলচেয়ারে বসিয়ে বের করে নিয়ে যাওয়ার হয় বিমানবন্দর থেকে। বিমানবন্দরে নামার পর অনুব্রতকে ইডি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রেক্ষিতে মন্তব্য জানতে চাওয়া হলেও মুখ খোলেননি তিনি। দিল্লি বিমানবন্দর থেকে থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষার পর নিয়ে যাওয়া হবে ইডির সদর দফতরে। সেখানেই ভিডিও লিঙ্কের মাধ্যমে বিচারকের সামনে পেশ করে ইডি বীরভূমের তৃণমূল সভাপতিকে হেফাজতে চাইবেন বলেই জানা যাচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে ইউকে ভিস্তারা সেভেন থ্রি এইটের ৪৫ নম্বর আসনে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হল গরুপাচার মামলায় ইডি-র হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে। ৩ জন ইডি আধিকারিক কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যান অনুব্রতকে। ইডি আধিকারিকরা ছাড়াও ১ জন মেডিক্যাল অফিসার ছিলেন তাঁর সঙ্গে।


ঝলকে অনুব্রত-অস্বস্তি ও দিল্লিযাত্রা


দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট, দিল্লি হাইকোর্টের পর কলকাতা হাইকোর্ট কোনও আদালতে মেলেনি স্বস্তি। পঞ্চায়েত ভোটের মুখে, গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) ED-র মামলায় সেই দিল্লিতে যেতেই হল অনুব্রত মণ্ডলকে। গত বছর ১১ অগাস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে CBI-এর হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ১৭ নভেম্বর আসানসোল জেলেই, তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ধৃত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই দিল্লি নিয়ে গেছে ইডি। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছেন। গত বছর ১৯ ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে, ED-র আবেদনে ছাড়পত্র দেয় রাউস অ্যাভিনিউ আদালত।সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতর আইনজীবী। এই আর্জি জানানো হয় কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court)। কিন্তু, কোথাও সুরক্ষাকবচ না মেলায় শেষমেশ দোলযাত্রার দিনেই দিল্লি গেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে।


আরও পড়ুন- ব্যক্তি-আক্রমণ নয়, লড়াই হবে রাজনৈতিক, কৌস্তভকে বার্তা অধীরের