সুনীত হালদার, উলুবেড়িয়া : রঙের উৎসবের দিন উলুবেড়িয়ার (Uluberia) কুলগাছিয়ায় বাইক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল দুই যুবকের। আহত আরও এক যুবক। দ্রুত গতিতে বাইক চালানোয় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। মৃতদের নাম- নিতাই পাল(২৯) ও প্রদ্যুৎ মাইতি(২২)। বাড়ি বাগনান থানার কালিকাপুর পূর্ব পাড়ায়। মঙ্গলবার দুপুরে কুলগাছিয়ার জয়রামপুরে দুর্ঘটনাটি ঘটে।


উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ দু'টি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। রথীন্দ্র মাইতি নামে আহত যুবককে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩ টে নাগাদ তিন যুবক একটি বাইকে চেপে উলুবেড়িয়ার বোয়ালিয়ার দিক থেকে বাগনানের কালিকাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় কুলগাছিয়া জয়রামপুরের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় নিতাইয়ের। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় প্রদ্যুতের। স্থানীয়রা জানান, তিনি যুবকের কারোর মাথায় হেলমেট ছিল না।


দোলে দুর্ঘটনা অন্যত্রও-


এদিকে আজ, দোলের (Dol Utsav) দিনেই মর্মান্তিক পরিণতি দেখা গেছে অন্যত্রও। কলকাতার (Kolkata) দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আজ মানিকতলার (Maniktala) অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ।


অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই এদিন সকাল থেকে রং খেলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ (Police)।


মানিকতলায় জলে ডুবে মৃত্যু বছর পঞ্চাশের এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম সুশান্ত পাইন। দুপুর ৩ টে নাগাদ পুকুরে ডুবে যান বলে অনুমান। বাড়ির কাছেই কয়েকজন কিশোর দেখতে পান। যারপরই খবর দেওয়া হয় পুলিশ দমকলে। জানা যায়, পুকুরের কাছে ডুবুরি পৌঁছয় বিকেল চারটেয়। আধঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পুকুর পাড়ে বসেছিলেন। তারপর তিনি কীভাবে পুকুরে পড়ে গেলেন, নাকি তিনি নিজেই জলে নেমেছিলেন, তা নিয়ে খোঁজখবর করা শুরু করেছে মানিকতলা থানা। 


আরও পড়ুন ; দোলের দিন মর্মান্তিক পরিণতি, জলে ডুবে জোড়া মৃত্যু কলকাতায়