কলকাতা: ‌অসুস্থ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM)। উডবার্ন ওয়ার্ডে পরীক্ষা-নিরীক্ষা চলছে তাঁর। জরুরি পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুব্রতর অসুস্থতার কথা জানানো হয়।


হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এ দিন অনুব্রতর অসুস্থতার কথা জানানো হয় তাঁদের। তার পর জরুরি ভিত্তিতে বীরভূমের তৃণমূল (TMC) সভাপতিকে হাসপাতালে ডেকে পাঠানো হয়। উডবার্ন ব্লকের ফার্স্ট ফ্লোরের একটি কেবিনে রয়েছেন তিনি। তাঁকে দেখছেন সার্জারি বিভাগের এবং মেডিসিন বিভাগের চিকিৎসক। ঠিক কী সমস্য়া হচ্ছে , তা দেখার চেষ্টা করছেন।



আরও পড়ুন: TMC Election: 'অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় TMC', জয়ের পর মমতা


অনুব্রতর সঙ্গে কথা বলছেন চিকিৎসকরা। তাঁর শরীরে কিছু দীর্ঘকালীন গুরুতর সমস্যা রয়েছে। সেগুলির সম্পর্কে খুঁটিনাটি জানছেন। তা থেকেই সমস্যা হচ্ছে কি না, দেখা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজন বুঝে অন্য বিভাগের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হতে পারে। আপাতত ভর্তি না করা হলেও, কেবিনে রেখে পরীক্ষা করা হচ্ছে অনুব্রতকে। বেশ কিছু ক্ষণ সেখানে থাকতে হতে পারে তাঁকে।


উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় সম্প্রতি অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। অসুস্থতার কারণ দেখিয়ে গোয়েন্দাদের সামনে হাজির হননি অনুব্রত। এর পর বুধবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানে সিবিআই-এর নোটিস-কে চ্যালেঞ্জ জানান। বৃহস্পতিবার তাঁর আবেদনের শুনানি। তার মধ্যেই হাসপাতালে যেতে হল অনুব্রতকে।


এ দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুব্রতর অসুস্থতা নিয়ে মুখ খোলেন। দলের চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর মমতাকে অনুব্রতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। একই সঙ্গে বিজেপি এবং কেন্দ্রকে একহাত নেন তিনি। ভোটের সময় ইচ্ছাকৃত ভাবে সিবিআই-ইডি নামিয়ে ‘কেষ্ট’কে জ্বালাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বিরোধীদের নিশানা করতে কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলিকে ব্যবহার করে বলেও দাবি করেন তৃণমূলনেত্রী।