মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কর্তব্যরত অবস্থায় জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল এক পুলিশ কনস্টেবলের (Police Constable Dies)। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা  লরি ধাক্কা মারে তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা সেখানে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরও তিন পুলিশ কর্মী। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।


পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman News) কাঁকসার (Kanksa News) রাজবান এলাকায় দু’নম্বর জাতীয় সড়কের (National Highway) এই ঘটনা ঘটেছে। বুধবার ভোরে সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি গাড়ি (Car Accident)। পরিস্থিতি তদারকিতে সেখনে মোতায়েন ছিলেন কাঁকসা থানার একল পুলিশ কর্মী এবং দুর্ঘটনা মোকাবিলা কর্মীরা। জাতীয় সড়ককে যানজট মুক্ত করার কাজে ব্যস্ত ছিলেন তাঁরা। সেই সময়ই এই ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় পুলিশ কর্মীরা মোতায়েন থাকার সময় পিছন থেকে একটি লরি এসে তাঁদের ধাক্কা মারে। পুলিশের গাড়িতে। তাতে গুরুতর আহত হন চার জন। দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক জন আধিকারিক নিজের উদ্যোগে আহত পুলিশ কর্মীদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তড়িঘড়ি। কিন্তু সেখানে মৃত্যু হয় ওই কনস্টেবলের। বাকি তিন জন গুরুতর আহত। চিকিৎসকদের পর্যবেক্ষমে রয়েছেন তাঁরা।


আরও পড়ুন: Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসার দু’টি মামলায় হুলিয়া জারি, মাথাপিছু ৫০ হাজার পুরস্কারের ঘোষণা সিবিআই-এর


কাঁকসার এসিপি সীমন্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল জাতীয় সড়কে। সেটিকে সরিয়ে যানজট মুক্ত করার কাজেই গিয়েছিলেন পুলিশকর্মীরা। তখনই বিপত্তি ঘটে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে লরির চালককে।


এর আগে, সম্প্রতি হাওড়ায় এ ভাবেই কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় এক ট্রাফিক কনস্টেবলের। পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে তাঁকে। তাতে রাস্তার ধারে ছিটকে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে পরিস্থিতিতির অবনতি হলে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে। কিন্তু দিনভর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সন্ধেয় মারা যান তিনি।