বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রুমা পাল, নয়াদিল্লি : অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট (Delhi Raus Avenue Court)। বিচারক সাফ জানিয়ে দেন, এই আবেদনের কোনও সারবত্তাই নেই। তবে শনিবার তিহাড় জেলে (Tihar Jail) মেয়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর। তার আগে আদালতে ইডি (ED) অফিসারদের উদ্দেশে তিনি বলেন, বিবেক বলে তো কিছু আছে নাকি ! মেয়েকেও গ্রেফতার করলেন !
সোমবার ইডি-র আইনজীবী অনুব্রত মণ্ডলকে বলেছিলেন, তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আর বৃহস্পতিবার, অনুব্রত মণ্ডলের আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট। অর্থাৎ গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বাবা-মেয়েকে বীরভূম থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে দিল্লির জেলেই কাটাতে হবে আরও কিছুদিন। তবে শনিবার সেখানে তাঁদের দুজনের দেখা হতে পারে। সেক্ষেত্রে গ্রেফতারির পর এই প্রথমবার মুখোমুখি হতে পারেন বাবা-মেয়ে।
এর মধ্য়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্য়াও গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার তা নিয়ে মুখ খোলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। আদালত কক্ষে ইডি অফিসারদের উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, বিবেক বলে তো কিছু আছে নাকি ! মেয়েকেও গ্রেফতার করলেন। বাংলায় বলা এই কথা বুঝতে পারেননি ইডি অফিসাররা। পরে বিষয়টি ইংরেজি করে তর্জমা করে তাঁদের বোঝানো হলে, ইডি অফিসাররা অনুব্রতকে জিজ্ঞেস করেন, আপনার শরীর কেমন আছে ? তারপর কোর্ট থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন- সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি' : মমতা, মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক তরজা
আসানসোল থেকে তিহাড় জেলে যাওয়ার পর, ফের আসানসোলে ফেরার জন্য় দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সোমবার সেই মামলার শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, অনুব্রতর দিল্লিতে থাকার আর কোনও প্রয়োজন নেই। এখানে শুধু একদিন একদিন করে, অনুব্রতর জেল হেফাজত বাড়ানো হচ্ছে। তাঁকে আসানসোল জেলে ফেরানো হোক। পাল্টা সওয়ালে ইডি বলে, অভিযুক্ত ঠিক করতে পারেন না, তিনি কোন জেলে থাকবেন। তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আরও ৩-৪ বছর থাকতে হতে পারে জেলে। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এই আবেদনে কোনও সারবত্তা নেই। পাশাপাশি অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ ৮ মে অবধি বাড়িয়েছে আদালত।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস