কলকাতা: গরুপাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও অনুব্রতকে তলব। আজ দুপুর আড়াইটেয় সিজিও কমপ্লেক্সে তলব অনুব্রতকে তলব সিবিআইয়ের। অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি সিবিআইয়ের। ‘অসুস্থতার কারণে সিবিআইয়ের তলবে যাচ্ছেন না অনুব্রত’ বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানিয়েছেন অনুব্রতর আইনজীবী। 


হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরদিনই সিবিআইয়ের জোড়া তলব পান অনুব্রত মণ্ডল। তবে হাজিরা দিলেন না তিনি। এর আগে গরু পাচার মামলায় পাঁচ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলব পেয়েও হাজিরা দেননি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলার তদন্তে একাধিক সাক্ষীর বয়ানে নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের। 


SSKM থেকে ছাড়া পেতেই ফের CBI নজরে অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোড়া চাপে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় তাঁকে শনিবার তলব করে CBI! আর রবিবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায়। 


এর আগে গরুপাচার মামলার তদন্তে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে পাঁচ-পাঁচবার তলব করেছিল CBI। তবে কোনওবারই হাজিরা দেননি তিনি। উল্টে গ্রেফতারির আশঙ্কায়, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু ১১ মার্চ, অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। 


আরও পড়ুন: Murshidabad News: ফের প্রকাশ্যে কোন্দল, ক্ষোভ উগরে দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপি নেতৃত্ব


কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে পরপর দু’বার রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পর, ৬ এপ্রিল গরুপাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে তলব করেছিল CBI। কিন্তু, সেদিনও CBI-এর কাছে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। 


নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে রওনা দিলেও, সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসে না গিয়ে, অনুব্রত মণ্ডলের কনভয় শেষমুহূর্তে নাটকীয়ভাবে ঘুরে গিয়েছিল SSKM হাসপাতালের দিকে।