অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডল। দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হলেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। এনিয়ে তৃণমূল শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। অন্যদিকে, অনুব্রতর গ্রেফতারির পর, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, পার্থর ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম লজ্জিত, অনুব্রতর ক্ষেত্রে এখনই তা বলছি না।
' মানুষই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ '
বৃহস্পতিবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয় ' দল থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে অনৈতিক বা দুর্নীতিযুক্ত কাজ কে প্রশ্রয় নয়। জিরো টলারেন্স। স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সর্বোচ্চ নেত্রী। মানুষের পক্ষে যা ক্ষতিকারক, মানুষকে ঠকালে সেই ব্যক্তিকে সমর্থন করে না। মানুষের সমর্থন নিয়ে এই দল তৈরি। মানুষই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। '
চন্দ্রিমা ভট্টাচার্য কী বলেন
সেই সঙ্গে দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ' আমরা নিরপেক্ষ কেন্দ্রীয় এজেন্সির চেহারা আশা করি। নিরপেক্ষ চেহারা কেন হারাচ্ছে? ED বলুন, CBI বলুন-কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষতা হারাচ্ছে। অভিযুক্ত কোনও একটি দলের কেন্দ্রের শাসনকারী দলের না হলে উঠে পড়ে লেগে যাওয়া, কেন্দ্রের শাসকদলের কেউ হলে পদক্ষেপ দেখি না '
তৃণমূলের প্রতিবাদ মিছিল
সেই সঙ্গে বৃস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে জেলায় জেলায় ই ডি ও সিবিআই এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার ডাক দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই মতো নারায়ণগড় ব্লকের বাখরাবাদ তেরো নম্বর গ্রাম পঞ্চায়েতের খালিনা বাজারে তৃণমূল কংগ্রেসের যুব এবং মহিলা কর্মীরা ই ডি ও সি বি আই বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলেন। হাতে ইডিএবং সিবিআই এর বিরুদ্ধে প্লাকার্ড নিয়ে। তাতে লেখা রয়েছে ইডি সিবিআইকে দিয়ে বাংলাকে ভয় দেখানো যায় না যাবে না। এবং রবীন্দ্রনাথের নোবেল চুরি চোরেদের গ্রেফতারের দাবি জানাই !
আগামীকালও কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাঁকুড়ার বড়জোড়ায় মিছিল বের করল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে পথচারীদের বিলি করা হয় বাতাসা।