পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : একটি অডিও ক্লিপ তোলপাড় বাংলা। এক পুলিশ আধিকারিককে ফোন করে অশালীন ভাষায় হুমকির অডিও। তাঁর মা ও স্ত্রীকে অবমাননা করে কুৎসিত ইঙ্গিত। পুলিশ আধিকারিককে চুলের মুঠি ধরে মারার হুমকি। ন্যক্কারজনক এই অডিওয় হুমকিদাতা ওই কণ্ঠই নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করে। তারপর সেই অডিও ভাইরাল হয়ে যেতেই তোলপাড় হয়ে যায় বঙ্গ রাজনীতি। তৃণমূল অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় ৪ ঘণ্টার মধ্যে। তুলে নেওয়া হয় তার নিরাপত্তার একাংশ, কমানো হয় তাঁর জন্য বরাদ্দ গাড়ি। সময়ের মধ্যে ক্ষমা চেয়ে নিলেও, অনুব্রত মণ্ডল যে সত্যিই 'দুঃখিত', তার প্রকাশ দেখা গেল না শনিবার ।

বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি দেওয়ার ঘটনায় শনিবার অনুব্রত মণ্ডলকে তলব করে পুলিশ। সকাল ১১টার সময়ে বোলপুরের এসডিপিও অফিসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল।বরং ঠিক ১১ টার সময় মোটর বাইক চেপে এসডিপিও অফিসে আসেন তাঁর আইনজীবীরা।

তাঁরা এসেই ঢুকে যান এসডিপিও অফিসে। সেখানে অনুব্রতর জন্যই অপেক্ষা করছিলেন আধিকারিকরা। আজকের জিজ্ঞাসাবাদ ভিডিও রেকর্ডিং করার কথা ছিল। কিন্তু অনুব্রতই এলেন না। সেখান থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চাননি আইনজীবীরা। একজন আইনজীবী বলেন, তাঁরা অন্য বিষয়ে কথা বলতে এসেছেন। আরেকজন বলছেন, একেবারেই সৌজন্য সাক্ষাৎ । পরে পুলিশ সূত্রে জানা যায়, আইনজীবীরা জানিয়েছেন , অনুব্রত অসুস্থ। তাঁকে কিছুটা সময় দেওয়া হোক।  তবে পুলিশ জানিয়ে দেয়, তাঁকে কালই আসতে হবে। 

শনিবার হাজিরা না দিলে অনুব্রত মণ্ডলকে আরও দুটি নোটিস দিতে পারে পুলিশ। সূত্রের খবর, আগামী সোমবার সিউড়ি জেলা আদালত বা কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে পারেন তিনি। দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলার তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। গতকালই বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের নামে নোটিস দিয়ে আসেন বোলপুর থানার এক কনস্টেবল। 

অনুব্রত মণ্ডল অডিও-ক্লিপের ঘটনায় ক্ষমা চেয়ে নিসেও,  গলায় ক্ষমা চাওয়া কম, আত্মপক্ষ সমর্থনের সুরই বেশি মনে হচ্ছে । বিরোধীরা প্রশ্ন করছে, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার কখন করা হবে? তৃণমূল কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া ব্য়বস্থা নেবে? না কি তাঁকে ক্ষমা চাইয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে রেহাই দিল তারা? পুলিশ কি অনুব্রতকে গ্রেফতার করবে?