প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ, সন্দীপ সমাদ্দার: দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ,আর তা ঘিরে কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত! কলকাতা থেকে দিল্লি, তৎপরতা সর্বত্র! এরই মধ্যে গরু পাচার মামলায় দিল্লিতে ED’র দফতরে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) মেয়ে সুকন্যা মণ্ডলকে ( Sukanya Mondal ) ।
সুকন্যা ‘সমৃদ্ধি’র উৎস কী? তা জানতে-বুঝতে দিল্লিতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল ED। অনুব্রত কন্যা ও অনুব্রতর’র দেহরক্ষী সায়গল হোসেনকেও দিল্লিতে মুখোমুখি বসাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এদিনই কলকাতায় অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করল CBI।
বুধবার সকালে গরু পাচার মামলায় দিল্লিতে ED’র সদর দফতরে হাজিরা দেন অনুব্রত-কন্যা সুকন্যা। সূত্রের দাবি, বোলপুরের ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল। বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে ব্যম রাইস মিলের। সূত্রের দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার।
এটা ছাড়াও, সুকন্যার নামে আরও ১০টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গেছে। সূত্রের দাবি, এই সম্পত্তিগুলির মধ্যে ৩টি কেনা হয়েছে ভোলে বোম রাইস মিলের নামে। যেখানে সুকন্যাকে পার্টনার হিসাবে দেখানো হয়েছে। সূত্রের দাবি, পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলের কী করে এত সম্পত্তি হল?
কোথা থেকে ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমালেন? কোথা থেকে এই টাকা এল? নেপথ্যে কী? গরু পাচারের টাকা? এই বিষয়গুলো জানতে চান ED’র তদন্তকারীরা। সূত্রের খবর, এদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিভিন্ন নথি ED’র কাছে জমা দেন সুকন্যা।
আরও পড়ুন :
যাঁরা টাকার বিনিময়ে নম্বর বাড়িয়েছেন, তাঁদের গ্রেফতার করা হচ্ছে না কেন? CBI-কে প্রশ্ন আদালতের
ED’র পাশাপাশি, গরু পাচার মামলায় সক্রিয় CBI’ও। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটের সংস্থা স্বাধীন ট্রাস্টকে নোটিস পাঠাল CBI। সূত্রের দাবি, স্বাধীন ট্রাস্টের অ্যাকাউন্টে ৯ কোটি টাকা ঢুকেছিল। মলয়ের ট্রাস্টের সঙ্গে অনুব্রত-ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকা মলয়ের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ হয়েছে কি না, সূত্রের দাবি তা খতিয়ে দেখছেন CBI’এর গোয়েন্দারা।