বিজেন্দ্র সিংহ এবং প্রকাশ সিনহা, নয়া দিল্লি: হোলির (Holi) ছুটি থাকা সত্ত্বেও, আজ বেলা ১২টার পর থেকে দিল্লির (Delhi) সদর দফতরে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা শুরু করবেন ইডি-র (ED) অফিসাররা (Officers)। সূত্রের খবর, অনুব্রতর কাছ থেকে মূলত টাকার উৎস সম্পর্কে জানতে চাইবে ইডি। কয়েকবছরের মধ্যে কীভাবে রকেটের গতিতে অনুব্রতর সম্পত্তি বেড়েছে, টাকা কোথা থেকে এসেছে, রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের রোজগারই বা কী, এসবই জানতে চাইবেন ইডি-র তদন্তকারীরা।     


দুপুরের পর অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সূত্রের খবর, অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার রাইস মিলের অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি টাকা এল, তা জানতে চাওয়া হবে। পাশাপাশি, অনুব্রতর পরিচারক বা কর্মী, যাঁরা কয়েক হাজার টাকা বেতন পান, তাঁদের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকা এল, সেটাও ইডি-র প্রশ্ন। অনুব্রত-ঘনিষ্ঠদের বয়ানকে সামনে রেখেই আজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করবেন ইডি-র তদন্তকারীরা। 


ইডি সূত্রে খবর, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করানো হবে অনুব্রতর। 


আরও পড়ুন, 'অনুব্রতর অসুস্থতা ভালুকের জ্বরের মতো', দিল্লি-যাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের


গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি। অনুব্রত মণ্ডলকে ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।                                          


ইডি-র সদর দফতরেই প্রথম রাত কেটেছে অনুব্রতর। কলকাতা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে বসে এদিন ইডি-র জেরার মুখোমুখি হবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রথম রাতটা ঘুমহীন কেটেছে অনুব্রতর। কেবল পায়চারি করেছেন। সকালে চা-বিস্কুট খেয়েছেন কেষ্ট। এবার ইডি-র জেরায় তিনি মুখ খোলেন কি না, সেটাই দেখার।