প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, কলকাতা :  রাখিবন্ধনের দিন গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal ) । দোলের দিন দিল্লি ( New Delhi ) যেতে পারেন তিনি।  ৭ মাস পর, আজ দোলের দিন দিল্লি যাত্রার সম্ভাবনা বীরভূমের ( Birbhum )  তৃণমূল ( TMC )  জেলা সভাপতির।


সকাল ৬টা ৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে। সকাল সাড়ে নটা নাগাদ তিনি এসে পৌঁছলেন শক্তিগড়ে। সেখানকার ল্যাংচা বিখ্যাত। ভোজনরসিক অনুব্রত সেখানে পেটপুরে খেলেন জলখাবার। লুচি, তরকারি, মিষ্টি। শুধু তাই নয়, খাবার-দাবারের বিল নিজেই মেটালেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। তবে একটি বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। অনুব্রত মণ্ডলের সঙ্গে টেবিলে ছিলেন আরও ৩ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কারা তাঁরা? ছবিতে পরিষ্কার ভাবে দেখা গিয়েছে, তাঁরা পুলিশকর্মী নন। তাঁদের সঙ্গে খেতে খেতে কথাও বলেন অনুব্রত । মনে হল তিনি কিছু নির্দেশও দেন তাঁদের। তাহলে কি তাঁরা আগে থেকেই জানতেন, সেখানে আসবেন অনুব্রত ? তাঁরা  সম্ভবত আগে থেকেই ছিলেন অনুব্রতর অপেক্ষায়। 


জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নে  মঙ্গলবার মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। তারপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে। জেল থেকে অনুব্রতকে এসকর্ট করে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশের।


গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি। সূত্রের খবর, রাত ৮টা নাগাদ অনুব্রতকে পেশ করার জন্য রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারকের কাছে সময় চাওয়া হয়েছে। বিচারকের বাড়িতেই অনুব্রতকে হাজির করা হবে।


ইডি সূত্রে খবর, সময়ের অভাবে মঙ্গলবার পেশ করা সম্ভব না হলে, রাতে ইডি-র সদর দফতরে রাখা হবে অনুব্রতকে। এর পাশাপাশি, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে।                 


কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে মঙ্গলবারই ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। 


সকালথেকেই মুখ ভার নেতার। সেই স্বতস্ফূর্ততা নেই চেহারায়। মুখ বেজার। সম্প্রতি ফিসচুলা ফেটে যাওয়ার কথা তিনি আদালতে জানান। অনুব্রতর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আকাশপথে তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত।