প্রকাশ সিনহা, বীরভূম : ১৪ দিনের সিবিআই হেফাজতের পর আসানসোল আদালতে ফের পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) । বুধবার নিজাম প্যালেস থেকে বেরিয়েই বলেছিলেন,  বিচারকের হুমকি-চিঠি প্রসঙ্গে তিনি সিবিআই ( CBI ) তদন্ত চান। সেই কথা এবার তিনি জিগ্যেস করলেন তাঁর আইনজীবীকে। তিনি জিগ্যেস করেন , ‘আমি কি সিবিআই তদন্ত চাইতে পারি?’ । বিচারকের হুমকি-চিঠি প্রসঙ্গে আইনজীবীকে বললেন অনুব্রত । 



হুমকি-চিঠি নিয়ে মুখ খোলেন অনুব্রত
আইনজীবী তাঁকে জানান, ' আপনি চাইতেই পারেন, এটা আপনার অধিকার' , জানালেন আইনজীবী । সকালেই  হুমকি-চিঠি নিয়ে মুখ খোলেন অনুব্রত। বলেন, "আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেবের সম্পর্কে বলেছে, আমি সিবিআই তদন্ত চাইব।" 


' টিভিতে দেখেছি, তার বিচার করুন’
আদালতে বিচারক আসতেই ফের হুমকি চিঠির প্রসঙ্গ তোলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। বলেন, ‘কাল যা টিভিতে দেখেছি, তার বিচার করুন’। বিচারককে হাতজোড় করে বললেন অনুব্রত । বিচারক জবাব দেন, হুমকির সঙ্গে মামলার সম্পর্ক নেই। ‘আমার পেশা নির্ভীকতার, আমি কোনও কিছু ভয় পাইনি, ভবিষ্যতের পাব না’।


এজলাসে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার
বুধবার ফের আদালতে অনুব্রতর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী । শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন করা হয়। বাড়িতে রেখে চিকিৎসার নির্দেশের জন্য আদালতে আবেদন করেন অনুব্রতর আইনজীবী। তিনি বলেন, ‘অক্সিজেনের প্রয়োজন হতে পারে অনুব্রতর’। তাই এজলাসে আনা হল অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার । অনুব্রতর ঠিক পাশে রাখা হল অক্সিজেন সিলিন্ডার । কিন্তু সেই যুক্তি উড়িয়ে সিবিআই  ১৪ দিনের জেল হেফাজত চাইল। 


অনুব্রতর আইনজীবী দাবি করেন, ‘সিবিআই এখনও তেমন কোনও তথ্যপ্রমাণ পায়নি। শুধু সন্দেহের বশে হেফাজতে চেয়েছে সিবিআই, অনুব্রতকে নিশানা করে তদন্ত করা হচ্ছে । কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অনুব্রত একটা দল করে বলে তাঁকে নিশানা করা হচ্ছে, পশুহাট থেকে গরু কিনে সীমান্ত পার করা হলে আমার মক্কেলের ভূমিকা কোথায়?’