কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের আউশগ্রামে পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল পুলিশের গাড়ির চালকের। আহত হন ASI, কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জন। তাঁদের বর্ধমানের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ৬টা নাগাদ আউশগ্রামের বাগরাই সেতুর কাছে পুলিশের গাড়িকে ধাক্কা মারে আউশগ্রাম থেকে নবদ্বীপগামী বেসরকারি বাস। হাসপাতালে নিয়ে গেলে পুলিশের গাড়ির চালক বিশ্বনাথ মুর্মুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাসের চালক পলাতক।
অন্যদিকে, গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের কান্দির ভবানীপুরে ধুন্ধুমার। সরকারি আধিকারিকের গাড়ি ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেওয়া হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গন্ডগোলের ছবি। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।
এরপরই মৃতদেহ আটকে রেখে বহরমপুর-কান্দি রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, গাড়িতে ২ জন ছিলেন। সরকারি আধিকারিক ছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।
রবিবারও পথ দুর্ঘটনায় মৃত্যু
রবিবার শেষরাতে ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ধবনী এলাকায় তুলকালাম। সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ঘণ্টাদুয়েক বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। গতকাল রাত ৩টে নাগাদ মেজিয়া থেকে দুর্লভপুরগামী ডাম্পার সাইকেল আরোহী মাছ ব্যবসায়ী শ্যামাপদ মাজিকে পিছন থেকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর। ডাম্পারের চালক পলাতক।
আরও পড়ুন, দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্স দক্ষিণাপণে আগুন, আতঙ্কে ক্রেতারা
রবিবার শহরে দুর্ঘটনা
ভোরে ইএম বাইপাসের মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা। ভোর সোয়া ৫টা নাগাদ নিউটাউন থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চাকা ফেটে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ ২ জন ছিলেন। চালক আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। যদিও চালকের দাবি, ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।