বীরভূম : বৃহস্পতিবার নাটকীয়ভাবে অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) তাঁর বোলপুরের ( Bolpur ) বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই (CBI ) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সিবিআই যখন যায় তখন ঠাকুরঘরে পুজো করছিলেন অনুব্রত মণ্ডল।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০-এ আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে বোলপুরের ( Bolpur ) নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। তল্লাশির পাশাপাশি, দোতলার ঘরে অনুব্রতকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। এরপর গ্রেফতার করা হয় তৃণমূল জেলা সভাপতিকে।
ঠাকুর ঘরে ছিলেন অনুব্রত
সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সিবিআই যখন তাঁর বাড়িতে প্রবেশ করে, তখন ঠাকুর ঘরে ছিলেন অনুব্রত। পুজো শেষ করার জন্য কিছুটা সময় চেয়ে নেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তারপর পুজো শেষ করে, পোশাক পরিবর্তনের পর সিবিআই আধিকারিকদের মুখোমুখি হন।
বাড়ির ছাদে যজ্ঞের আয়োজন
প্রতি বছরের মতো এ বছরও শ্রাবণ মাসে বাড়ির ছাদে যজ্ঞের আয়োজন করেছিলেন অনুব্রত মণ্ডল। সেইমতো ১৫ অগাস্ট, সোমবার,
যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এর জন্য কেনা হয়েছিল চাল, ডাল। বাড়ির ছাদে হয়ে গিয়েছিল প্যান্ডেল। কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই বাতিল হয়েছে সেই অনুষ্ঠান। শুক্রবার সকাল থেকেই প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছে। দলের কোনও কর্মীকেও বাড়ির কাছে দেখা যায়নি। চারিদিক যেন ভাঙা হাট। নিঃস্তব্ধ চারপাশ ! স্থানীয় বাসিন্দাদের দাবি, অনুব্রত মণ্ডল বাড়িতে থাকলে রাস্তায় গাড়ি, মোটরবাইকের ভিড় লেগে থাকত। বিভিন্ন জায়গা থেকে সাক্ষাত্প্রার্থীরাও আসতেন। আজ সকালে সেই বাড়ির চত্বর পুরোপুরি ফাঁকা। শুধু কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন পাহারায়।