কলকাতা: পদ খুইয়ে বছর শেষে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপির অনুপম হাজরার (Anupam Hazra)। ২০২৩ সালের কী কী শিক্ষা পেয়েছেন তিনি, সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। 


কোন শিক্ষার কথা বলেছেন অনুপম:
বিজেপির (BJP) সদ্য অপসারিত কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'অন্যের বাড়িতে চোর দেখলে গলা ফাটিয়ে জোরে চিৎকার করুন। যাতে লোকজন ধারণাও করতে না পারে যে আপনার নিজের বাড়িই চোরের আশ্রয়স্থল।'



দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশকে নিশানা করে এসেছেন অনুপম হাজরা। কখনও দুর্নীতির অভিযোগ তুলেছেন, কখনও আবার অন্য অভিযোগ তুলেছেন। সম্প্রতি, ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠান নিয়েও টিকিট বিক্রি ও টাকা তোলার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই অভিযোগের পরেই অনুপমকে বিঁধেছেন দলের নেতারা। এর আগেও দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে কর্মীবিক্ষোভের মুখেও পড়েছেন তিনি। সম্প্রতি কলকাতা এসেঠিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সময়েই দলের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তখন তিনি বলেছিলেন, কিছু শর্ত মেনে চললে দলের এই সিদ্ধান্ত আর থাকবে না। তারপর ফের এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অনুপম হাজরা। তাহলে কী দলের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ারই ইঙ্গিত দিলেন তিনি? 


২০২৩-এর একদম শেষ লগ্নে, বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ হারিয়েছেন তিনি। এর কিছুদিন আগেই সরেছিল তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা।


বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, 'একটার পর একটা আমি যেভাবে অভিজ্ঞতা করেছি, ২০২৩-এর শেষের দিকে, তাই মনে হল নিজের অভিজ্ঞতার কথা বলি। আমি তো বারবার গলা ফাটিয়েছি চোর মুক্ত বিজেপির পক্ষে। যার ফলে সেটার কথা মাথায় রেখে আমার এই উপলব্ধি হওয়া টা কি স্বাভাবিক নয়? আমি গত ৩-৪ মাসে যা দেখেছি, তাতে কি এটাই স্বাভাবিক নয়? কারও তো এটা নিয়ে প্রশ্ন ওঠাই উচিত নয়।'


মাসখানেক ধরেই বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে লাগাতার গোলাবর্ষণ করছিলেন অনুপম। কিছুদিন আগেই খোদ রাজ্য় সভাপতিকে আক্রমণ করেন তিনি। অনপুম বলেছিলেন, 'আমার রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এলাকায়, নির্বাচনী ক্ষেত্রে একটু মন দিন। পরেরবার জিততে পারবেন কিনা সেটা দেখুন।' অনুপমের টার্গেটে ছিলেন রাজ্য় বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যও। বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন অনুপম। 


সূত্রের খবর, এই প্রেক্ষাপটে, বঙ্গ বিজেপির তরফে অনুপমের নামে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ যায়। আর এর কিছুদিনের মধ্য়েই অনুপমের নিরাপত্তা প্রত্য়াহার এবং খোয়া গেছে কেন্দ্রীয় পদ। বিশ্বভারতীর ফলক বিতর্কে প্রতিবাদ জানাতে গিয়ে, শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চের সামনে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্যও দিয়েছিলেন তিনি। 


তখনই প্রশ্ন উঠেছিল বিজেপি ছেড়ে কি আবার তৃণমূলে ফিরবেন অনুপম হাজরা? এর মধ্যেই লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সম্পাদকের পদ খোয়ালেন অনুপম হাজরা। 


আরও পড়ুন: ভোটের আগে বঙ্গসফরে ভাগবত, ভিক্টর-বিক্রমের সঙ্গে সাক্ষাৎ, দেখা করলেন একদা মমতা-ঘনিষ্ঠের সঙ্গেও