বোলপুর: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোপ দেগেই ছেড়েছিলেন তৃণমূল (TMC)। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমের (Birbhum News) তৃণমূল সভাপতি গ্রেফতার হওয়ার পরই সরব হলেন বিজেপি (BJP) নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। খেলা সবে শুরু হল বলে দাবি করেছেন তিনি (Anubrata Mandal Arrested)। একই সঙ্গে আজকের দিনটি বীরভূমের মানুষের জন্য ‘স্বাধীনতা দিবস’ বলেও মন্তব্য় করেন অনুপম।
অনুব্রতর গ্রেফতারিতে মুখ খুললেন একদা সতীর্থ অনুপম
বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। তার পরই জায়গায় জায়গায় নকুলদানা, গুড়-বাতাসা বিলির ছবি উঠে আসে সংবাদমাধ্যমে। নির্বাচনী মরসুমে নকুলদানার কথা উঠে এসেছিল অনুব্রতর মুখেই। সেই সূত্র ধরেই তাঁর গ্রেফতারির পর নকুলদানা বিলি করতে নেমে পড়েন বিরোধীরা।
সংবাদমাধ্যমে তা নিয়ে একরকম সন্তুষ্টি প্রকাশই করতে দেখা যায় অনুপমকে। তিনি বলেন, ‘‘দিদিমণি তো বিভিন্ন ইস্যুতে কারণে অকারণে নানা দিবস ঘোষণা করেন। আজকের দিনটিকে নকুলদানা দিবস হিসেবে উদ্যাপন করা হোক। লোকে মনে রাখবেন। কারণ বীরভূমের মানুষের কাছে আজ স্বাধীনতা দিবস।’’
আরও পড়ুন: Anubrata Mondal Arrested: গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল
সিবিআই-এর হাতে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে অনুপম বলেন, ‘‘রাজনীতির সঙ্গে কোনও ভাবে যুক্তই নন যাঁরা, সেই সমস্ত মানুষও আজ স্বতঃস্ফূর্ত ভাবে মিষ্টি বিতরণ করছেন। এ থেকে বোঝা যায়, সাধারণ মানুষ কতটা চাপে ছিলেন। এককথায় বলা যায়, খেলা শুরু হল সবে। সবে ক্যাপ্টেনের উইকেট পড়েছে। চোরে ভরে গিয়েছে। দেখবেন বীরভূম খালি হয়ে যাবে।’’
অনুব্রত গ্রেফতার হওয়ার পর ফেসবুকেও তা নিয়ে মুখ খোলেন অনুপম। সিবিআই-এর গাড়িতে অনুব্রতর ওঠার ভিডিও পোস্ট করে লেখেন, ‘ইতিহাস সাক্ষী, ক্ষমতার ঔদ্ধত্য গণতন্ত্র বেশিদিন বরদাস্ত করে না; তাই শেষ পরিণতি টা সম্ভবত এ রকমই হয়। নিজের বাড়ির সামনেই ‘চোর চোর’ স্লোগান শুনতে শুনতে গ্রেফতার হলেন ‘বীরভূমের উন্নয়নের কাণ্ডারী’। জনসাধারণের এতদিনের চাপা রাগের বহিঃপ্রকাশ। ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করা যায়, জনপ্রিয় হওয়া যায়না।’
বার বার হাজিরা এড়ানোর পর গ্রেফতার হলেন অনুব্রত
গরুপাচার মামলায় এর আগে দশবার অনুব্রতকে তলব করেছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে তার মধ্যে ন’বারই হাজিরা দেননি তিনি। বুধবারও একই কারণ দেখিয়ে হাজিরা এড়ান। তার পরই তাঁকে গ্রেফতার করতে তৎপর হয় সিবিআই। সেই মতো এ দিন বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।