কলকাতা: আজ 'I.N.D.I.A' জোটের ভার্চুয়াল বৈঠক, যোগ না দেওয়ার সম্ভাবনা তৃণমূলের। এদিকে দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। তার আগে একের পর এক তৃণমূলের হেভিওয়েটদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানায় জেরবার শাসকদল। কেন্দ্রের বিরুদ্ধে যখন একযোগে সরব হচ্ছেন বিরোধী জোটে সবাই, তখনই বাংলায় ছবিটা পুরোপুরি আলাদা। বাংলায় বিরোধী জোটের রাজনৈতিক দলগুলির সঙ্গে তৃণমূলের দোস্তি আদৌ টিকে আছে কি, প্রশ্ন তুলেছেন অনেক আগেই দেশের প্রধানমন্ত্রী মোদি। তার উপর জোট ব্যাতীত, তৃণমূলের আদি-নব্য ইস্যুতে গত কিছু ধরেই বিতর্কের ঝড় উঠেছে শাসকদলের (TMC) অন্দরে। এদিন কলকাতায় এসে শাসকদলের সেই দুর্বল অংশেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
মূলত উনিশের প্রেক্ষাপট মনে করয়ে উত্তরপ্রদেশে, 'বুয়া-বাবুয়া জোট' (SP-BSP Allaince) নিয়েও কম কটাক্ষ করেনি এর আগেও গেরুয়া শিবির। আর এদিন ঠিক সেইখানেই নিশানা করলেন অনুরাগ। বললেন,' এদের না আছে নেতা, না আছে নীতি। উত্তরপ্রদেশেও পিসি-ভাইপো বেশিদিন চলেনি। বাংলাতেও পিসি-ভাইপোর দুই শিবিরে লড়াই শুরু হয়ে গেছে। এই অহঙ্কারী জোট টিকতে পারবে না।' যদিও তৃণমূলে ছবি ও আদি-নব্য বিতর্কের মধ্যেই সম্প্রতি বড় দাবি করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কুণালের দাবি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূলের (TMC) সরকার যেমন আছে থাকবে, আরও নতুন মুখ উঠে আসবে বলে মন্তব্য করেন কুণাল। হুগলি জেলার চুঁচুড়ার একটি সভায় তিনি বলেন,' অনেকে তৃণমূলের ওপর শকুনের মতো নজর রেখেছে। অনেকে ভাবছে তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে ভাঙতে পারলে, দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে। সে গুড়ে বালি, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। '
আরও পড়ুন, রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পত্র পেয়ে কী প্রতিক্রিয়া 'রামায়ণ'-র অভিনেতার ?
অপরদিকে, এদিন অনুরাগ ঠাকুর আরও বলেন, 'বাংলায় আইন-শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি। সারা দেশে যা হয় না, তা হয় বাংলায়। বাংলায় তোষণের রাজনীতি চলছে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার। স্বামীজির জন্মদিনে বাংলার তরুণদের যুব উৎসবে অংশ নিতে বাধা', কলকাতায় এসে তৃণমূলের সরকারকে নিশানা অনুরাগ ঠাকুরের (Anurag Tahkur)।