কলকাতা: শহরে অরিজিৎ সিংহর (Arijit Singh) অনুষ্ঠান নিয়ে রীতিমত শোরগোল। গোটা কাণ্ডে ফেসবুক (Facebook) পোস্টে (Post) বিজেপিকে (BJP) নিশানা কুণালের (Kunal Ghosh)। যদিও অরিজিৎ সিংহের ঘটনা নিয়ে শাসকদলকেই বিঁধেছে বাম (CPIM)-বিজেপি। তবে গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকেই নিশানা করেছেন কুণাল ঘোষ।
ফেসবুক পোস্ট তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিজেপি বলছে চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ায় ইকো পার্কের অনুষ্ঠান বাতিল হয়েছে। অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন ১৫ ডিসেম্বর। অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা ৮ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। তাহলে 'গেরুয়া' যুক্তি আসে কী করে?'
কুণালের কথায়, 'অ্যাকোয়াটিকায় আজও পরিদর্শন চলছে। সব ঠিক থাকলে ভাল ভাবেই অনুষ্ঠান হবে। সলমনের অনুষ্ঠানের ৩ লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে। সলমনের টিম মিলন মেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। অরিজিৎ বাংলার গর্ব, বিজেপি তাঁকে নিয়ে রাজনীতি করছে'।
আরও পড়ুন, ভারতীয় সংস্থার তৈরি সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু উজবেকিস্তানে! রিপোর্ট চাইল কেন্দ্র
এদিকে, এই অনুষ্ঠানের জন্য অ্যাকোয়াটিকায় জায়গা দেখা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অ্যাকোয়াটিকায় পৌঁছছে অরিজিৎ সিংহর টিম।
অন্যদিকে, জি ২০ সম্মেলনের জন্য ইকো পার্কের সব সব শো বাতিল করা হয়েছে, বিরোধীরা অযথা রাজনীতি করছে পাল্টা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ইকো পার্কে অরিজিৎ সিংহর শো ঘিরে বিতর্ক এখনও জারি। শাসকদলকে একযোগে আক্রমণ করেছে বাম-বিজেপি। 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো-বাতিল', এমনই অভিযোগ। বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূল-বিজেপির রাজনীতির শিকার শিল্প, আক্রমণ মহম্মদ সেলিমের।
বিজেপির অভিযোগ, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়ার পরই অনুমতি বাতিল করেছে রাজ্য় সরকারি সংস্থা হিডকো। যদিও, হিডকোর চেয়ারম্য়ান ফিরহাদ হাকিমের পাল্টা দাবি, কনসার্টের জন্য কোনও আবেদনই জমা পড়েনি।