সমীরণ পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: অর্জুন সিংয়ের নিজস্ব ক্যারিশমা নেই। আগে নরেন্দ্র মোদির সমর্থনে জিতেছিল, এবার তৃণমূলের সমর্থনে জিতবে। ব্যারাকপুরের সাংসদকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে অবশ্য ফোন ধরেননি অর্জুন সিংহ।

আগে ছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা। গত লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। তারপরে বিজেপির প্রতীকে জিতে সাংসদ হন অর্জুন সিংহ। মোদি-শাহের সঙ্গেও নানা সময় দেখা গিয়েছে অর্জুন সিংহকে। পরে ওই এলাকায় একাধিক পুরভোটে তৃণমূলের কাছে হেরে যায় বিজেপি। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁকে নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল, দলেরই সাংসদ সৌগত রায়ের মুখে। তিনি অর্জুনেরই পাশের লোকসভা দমদমের সাংসদ। তৃণমূলে ফেরার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে অর্জুনের বিবাদ বারবার সামনে এসেছে। এই পরিস্থিতিতে, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে, নাম না করে, দলীয় নেতৃত্বের একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অর্জুন সিং।  সেদিন ব্যারাকপুরের সাংসদ বলেছিলেন, 'কেউ কেউ বলে আমি ২০১৯ সালে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলাম, তো জিতলাম কী করে? কিছু মানুষের বিরুদ্ধে তো মানুষ আমাকে ভোট দিল, যাঁরা এখানে রাজনীতি করছিল, তাঁদের বিরুদ্ধেই কিন্তু ভোট হয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে।'

সৌগতর কটাক্ষ:এরপরেই অর্জুন সিংহের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন সৌগত রায়। ব্যারাকপুরের সাংসদের ক্যারিশমা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ। সৌগত রায় বলেন, 'ওই সময় হিন্দিভাষী লোকেদের মধ্যে একটু নরেন্দ্র মোদির প্রভাব ছিল ঠিকই, দলের কোনও চোরা স্রোত ছিল না। অর্জুন সিংহর কোনও ক্যারিশমা নেই। অর্জুন সিংহ এখন তৃণমূলে এসেছে, তৃণমূলের সমর্থনেই জিতবে আগেরবার নরেন্দ্র মোদির সমর্থনে জিতেছে।'

বিজেপির কটাক্ষ:প্রকাশ্যে তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'উনি কার সমর্থনে জেতেন? চালুনি হয়ে ছুঁচের বিচার। যাই হোক আছেন এক জায়গায়, নিজেরা সমাধান করে নিন।'

সৌগত রায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি অর্জুন সিংহ। 

আরও পড়ুন: বিপর্যয়ে বিপর্যস্ত বউবাজার, কবে শেষ হবে মেট্রোর কাজ? বিকল্প ভাবনা KMRCL কর্তৃপক্ষের