Redmi A1 Plus: ভারতে রেডমি এ১ প্লাস (Redmi A1 Plus) ফোনের বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। দুটো ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রেডমি 'এ' সিরিজের (Redmi A Series) এই ফোন। রেডমি এ১ প্লাস ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৮৪৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে রেডমি ইন্ডিয়া এই ফোনের দুটো ভ্যারিয়েন্টে ৫০০ টাকা ছাড় দিচ্ছে। এর ফলে ২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে ৭৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে পেটিএম ওয়ালেটের মাধ্যমে রেডমি এ১ প্লাস ফোন কিনলে ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। রেডমি এ১ ফোনের সাকসেসর হিসেবে রেডমি এ১ প্লাস ফোন লঞ্চ হয়েছে ভারতে।
রেডমি এ১ প্লাস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে। এই ফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। রেডমি এ১ প্লাস ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৩ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে।
- AI ফিচার সম্পন্ন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমি এ ১ প্লাস ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর নচ ডিজাইনের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- রেডমি এ১ প্লাস ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচার। একবার পুরো চার্জ দিলে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং ৩০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইমের সুবিধা পাওয়া যায়। এই ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম।
- কানেক্টিভিটি অপশন হিসেবে রেডমির এই নতুন ফোনে রয়েছে ৪জি এলটিই, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ ৫, GPS/ A-GPS, Glonass, Beidou এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে ২০টিরও বেশি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে।
মোটো ই২২এস
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। ১২ অক্টোবর থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে বিভিন্ন পরিচিত ও জনপ্রিয় রিটেল স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
আরও পড়ুন- কোন কোন আইফোনে জিও-র ৫জি সার্ভিস সাপোর্ট করবে, রইল তালিকা