কলকাতা : দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে টেক্সটাইল সংস্থার (Textile Company) হদিশ। তিনটি কোম্পানিরই ঠিকানা এক। বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, ক্লাবটাউন হাইটসের সেই 8A ফ্ল্যাটের ঠিকানাতেই চলছিল তিন-তিনটি কোম্পানি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডি-র তদন্তকারীদের হাতে।


ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, একই ঠিকানায় দুটি রিয়েল এস্টেট সংস্থা ও একটি টেক্সটাইল সংস্থার কর্পোরেট মন্ত্রকে নথিভুক্তিকরণ হয় ২০১২ সালে। ৩টি সংস্থারই বার্ষিক সাধারণ সভা হয়েছিল একই দিনে, ২০২১-এর ৩০ নভেম্বর। ব্যালান্স শিটও একইদিনে ২০২১-এর ৩১ মার্চ ফাইল করা হয়। ইডি সূত্রে খবর, টেক্সটাইল কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল ২ লক্ষ টাকা, অন্যদিকে, একই ঠিকানায় চলা দুটি রিয়েল এস্টেট কোম্পানির (Real Estate Company) শেয়ার ক্যাপিটাল ছিল একলক্ষ টাকা করে।


রিয়েল এস্টেট সংস্থার খোঁজের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নথি থেকে বেশ কয়েকজন ডিরেক্টরের নাম পাওয়া গেছে। ডিরেক্টর হিসেবে নাম রয়েছে বিশ্বজিত্‍ রায়, দেবাশিস দেবনাথ ও অন্তিম গোস্বামীর। এই ডিরেক্টরদের খোঁজ শুরু করেছে ED। ইডি সূত্রে দাবি, arp my email @gmail.com বলে একটি মেলেরও হদিশ মিলেছে।  


অন্যদিকে ED সূত্রে খবর, টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের ৪টি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও হয়েছে। অর্পিতা গ্রেফতার হওয়ার পর রাতারাতি গাড়িগুলি উধাও হয়! ED সূত্রে দাবি, তদন্তে নেমে তারা জানতে পারেন অর্পিতার ২টি Audi, ১টি Honda city, ১টি Honda cr v ও ১টি Mercedes benz গাড়ি রয়েছে। গাড়িগুলির হদিশ পেতে, টালিগঞ্জের আবাসনের CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে ইডি। সেই সঙ্গে অর্পিতার বেলঘরিয়ার আবাসনের CCTV ক্যামেরার ফুটেজও চাওয়া হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে কাদের আসা যাওয়া ছিল, তা জানতেই ফুটেজ চাওয়া হয়েছে বলে ইডি সূত্র খবর।  


আরও পড়ুন- 'অপা' অর্পিতারই, শান্তিনিকেতনের বাড়ির মালিকানা পার্থ ঘনিষ্ঠেরই, একসঙ্গে কিনেছিলেন জমি?