পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আজ ফের অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)  পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে (ED Special Court)। সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে বার করা হয়েছে। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। সেই কারণে আজ ফের হেফাজতে চাওয়া হবে। খবর ইডি সূত্রে।


অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ফের পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা হবে জোকা ইএসআই হাসপাতালে। তারপর পেশ করা হবে আদালতে।


প্রসঙ্গত, ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে গতকাল সন্ধেয়। দুর্ঘটনাটি ঘটে সল্টলেক স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে। একদম সামনের গাড়িতেই ছিলেন অর্পিতা। ইডির কনভয় যাওয়ার সময় বাঁ দিকের সার্ভিস রোড থেকে আচমকা একটি গাড়ি কনভয়ের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইডির গাড়িটি সামনে চলে আসা গাড়িটিকে ধাক্কা মারে।



সূত্রের খবর, সেই সময় ইডির গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার ছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তবে কয়েক মিনিট আটকে যায় কনভয়। ইডির কনভয়ে এদিন ২-৩টি গাড়ি ছিল। বাকি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু নিরাপত্তা রক্ষীদের গাড়িকে আগে না রেখে, কেন অর্পিতা যে গাড়িতে ছিলেন, সেটিকে আগে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্পিতার আইনজীবী চিঠি লিখেছেন ইডির তদন্তকারী অফিসারকে। অর্পিতার নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানানো হয়েছে চিঠিতে।


আরও পড়ুন- শরীর ভাল নেই! ভুবনেশ্বরে বুকে হাত রেখে ইঙ্গিত পার্থর, খতিয়ে দেখছেন এইমসের চিকিৎসকরা