অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, ভুবনেশ্বর : হাইকোর্টের নির্দেশে আজ পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) শারীরিক পরীক্ষা হবে ভুবনেশ্বরে (Bhubaneswar)। সকালেই এসএসকেএম থেকে প্রথমে বিমান বন্দর নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে এইমসে।


পশ্চিমবঙ্গ থেকে অনেকেই চিকিৎসা করাতে ভুবনেশ্বর এইমসে যান। তেমনই অনেক বাঙালিকে পাওয়া গেল সেখানে। ডাক্তারের অপেক্ষা করতে করতেই অনেকে উসখুশ করছেন, কখন সেখানে এসে পৌঁছবেন হেভিওয়েট পেশেন্ট। প্রাক্তন শিক্ষামন্ত্রী যে এইমসে আসছেন , সেই খবর প্রায় সকলেই জানেন। এক মহিলা আবার এবিপি আনন্দর কাছে নিজের উৎসাহ চেপে রাখতে পারলেন না। বলেই ফেললেন, বরাবর তো ওঁকে টিভিতেই দেখেছি, আজ সামনাসামনি দেখতে পাব হয়ত !

আরও পড়ুন : ভুবনেশ্বরের এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা, নিয়ে যেতে তৈরি এয়ার অ্যাম্বুলেন্স


এদিকে আবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি কিছুটা হালকা মেজাজেই বলেন, ' এমার তো এদিক সেদিক ছড়িয়ে আছে বান্ধবীরা। তাই ভয় লাগে। ' একইসঙ্গে তাঁর দাবি, এর পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে।


বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুল্যান্স ও কনভয়। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫। অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে এইমসে। প্রথমে জরুরি বিভাগে চিকিত্সা। কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।