ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বস্তাভর্তি টাকা উদ্ধার হয়েছে তাঁর ঘরের ওয়ারড্রব থেকে, যা গুনতে কিনা দফায় দফায় আতে হচ্ছে টাকা গোনার যন্ত্র। অথচ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) নাকি শহরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসনের কোনওটির রক্ষণাবেক্ষণের খরচ মেটাননি। সেই বাবদ প্রায় ১ লক্ষ টাকা টাকার কাছাকাছি বাকি রেখেছেন তিনি। 


ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ খরচ বাকি রেখেছেন অর্পিতা!


পেশায় মডেল হলেও, শুক্রবার সকালেই অর্পিতার সঙ্গে পরিচয় আম বঙ্গবাসীর। তিনি স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) অভিযুক্ত পার্থর ঘনিষ্ঠ বলে জানা যায়। পার্থর বাড়িতে তল্লাশিতে গিয়েই তাঁর নামের চিরকূট খুঁজে পান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তদন্তকারীরা। সেই সূত্রেই টালিগঞ্জে তাঁর অভিজাত আবাসনে তল্লাশি। তাতেই বস্তায় ঠেসে রাখা নগদের হদিশ মিলেছে। 


এর পাশাপাশি শহরের বুকে এবং শহরতলির বিভিন্ন এলাকায় বাড়ি ফ্ল্যাট মিলিয়ে অর্পিতার নামে কমপক্ষে আটটি সম্পত্তির হদিশ মিলেছে। সূত্রের খবর, বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ক্লাবটাউন হাইটসে ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেসও। 


আরও পড়ুন: Partha on Mamata: দীর্ঘদিনের ছায়াসঙ্গী, মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ পার্থ, গ্রেফতারির পর জানালেন নিজেই


ওই আবাসনের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে এই দুটি ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ৬০ হাজার টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে একটির জন্য ৯ হাজার ও আরেকটির জন্য ১১ হাজার টাকা বাকি। আবাসন কর্তৃপক্ষের দাবি, বিলাসবহুল ফ্ল্যাটে গেস্ট হাউস তৈরির পরিকল্পনা করেন অর্পিতা। আপত্তি জানায় আবাসন কর্তৃপক্ষ। সূত্রের খবর, ওই আবাসনে VIP-দের যাতায়াত ছিল। 


স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার আটটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা। কলকাতায় তিনটি নেল আর্ট পার্লারের মালিক অর্পিতা। 


অর্পিতার নামে বিপুর সম্পত্তির হদিশ পেল ইডি


বেলঘরিয়ার অভিজাত আবাসনে তাঁর ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট এবং বেলঘরিয়া দেওয়ান পাড়ায় পৈতৃক বাড়ি রয়েছে। রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট। একটি ব্লক টু-য়ে, আরেকটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসতেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ।বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় পৈতৃক বাড়িতে থাকেন অর্পিতার মা।