অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট হওয়ার কথা। সেইমতো আজও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে। এর জন্য দু’জনকে নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছন  জোকা ইএসআই হাসপাতালে। তারপরই এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয় সেখানে। 


গাড়ির গেটের সামনে বসে পড়েন অর্পিতা
জোকা ইএসআই হাসপাতালের সামনে তুমুল উত্তেজনা তৈরি হয়। মেডিক্যাল পরীক্ষার জন্য গাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায় নামতেই চাইছিলেন না। তারপর সৃষ্টি হয় উত্তেজনা। গাড়ির গেটের সামনে বসে পড়েন অর্পিতা। সিআরপিএফরা বোঝাতে শুরু করে । এরপর একপ্রকার জোর করে হুইল চেয়ারে অর্পিতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । জানা গিয়েছে, এর আগে ইডির জেরার মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন পার্থ-ঘনিষ্ঠ অভিনেত্রী। 

আরও পড়ুন :


হাউ হাউ করে কান্না, হাসপাতালে ঢোকার আগে রাস্তাতেই বসে পড়লেন অর্পিতা


আগে কী জানিয়েছিলেন অর্পিতা 
এর আগে ইডি সূত্রে জানা যায়, টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা তাঁর নয় বলে দাবি করেছিলেন অর্পিতা। ওই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলেই জানান তিনি । ইডি-র জেরায় এমনটাই দাবি করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)৷ তিনি জানান, ওই টাকার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই । সেই সঙ্গে তাঁর দাবি, কত টাকা ছিল তা তিনি জানতেনও না। 


চিত্রনাট্যকে হার মানাচ্ছে বাস্তব। রিলকে ছাপিয়ে যাচ্ছে রিয়েল । শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে, ইডি একেকটা ফ্ল্যাটে হানা দিচ্ছে, আর উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু, এই টাকা কি অর্পিতার একার হওয়া সম্ভব? কে টাকা রাখতে দিয়েছিলেন অর্পিতাকে? অর্পিতার ফ্ল্যাট কি টাকা লুকনোর জায়গা হিসাবে ব্যবহৃত হত? যকের ধনের আসল মালিক কে? মূল চাঁই কে? কিংপিন কে? কানে টান পড়ার পর কি মাথা আসবে? শুধুই কি চাকরি বিক্রির টাকা? না কি আরও দুর্নীতির টাকা?