কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি (Enforcement Directorate) হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। কাল ফের অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। রবিবার ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করে ইডি। সেখানে সওয়াল-জবাব চলাকালীন ইডির আইনজীবী আদালতে বলেন, "একটা পেঁয়াজ পাওয়া গিয়েছে। খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে।"


অর্পিতার জামিনের আর্জি খারিজ আদালতে


ইডি-র আইনজীবী আরও বলেন, "আলিবাবার বাক্সর মত উদ্ধার হয়েছে ৭৬ লক্ষ টাকার গয়না। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ কোটি ৯০ লক্ষ টাকার নগদ। কোথা থেকে পেলেন এত টাকা? জানতে হবে।" এর আগে, পার্থকে সোমবার পর্যন্ত হেফাজত দেওয়া হয় পার্থর। অর্থাৎ সোমবার দু'জনেরই জামিনের আর্জির শুনানি রয়েছে আদালতে।


স্কুল শিক্ষক নিয়োগ মামলায়, দীর্ঘ দিন ধরেই তদন্তকারীদের নজরে পার্থ।  শুক্রবার সকালে আচমকাই তাঁর নাকতলার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তদন্তকারীরা। লেখানে তাঁর বাড়ি থেকে পাওয়া চিরকূটের সূত্র ধরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতার সন্ধান মেলে। তাঁর বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। তাতে অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা এবং ৭৬ লক্ষ টাকার গনা উদ্ধার হয়। 


আরও পড়ুন: Amartya Sen: রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন


পার্থর পর গতকাল অর্পিতাকেও গ্রেফতার করেন তদন্তকারীরা। রবিবার  ইএসআই জোকায় মেডিক্যাল টেস্টের পর ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তাঁকে। সেখানে শারীরিক অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি হতে চান অর্পিতা, খবর সূত্রের। কিন্তু চিকিত্‍সকরা বলেন, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, ওষুধ খেয়ে চিকিৎসা করলেই চলবে। 


অর্পিতার বিপুল টাকার উৎস জানা যায়নি এখনও পর্যন্ত


তবে সব মিলিয়ে তিন দিন কাটতে চললেও, অর্পিতার ফ্ল্যাটে অত টাকা কোথা থেকে এল, তার সদুত্তর মেলেনি এখনও পর্যন্ত। বরং পার্থর সঙ্গে ঘনিষ্ঠতা পরিচয়ের কথা অস্বীকার করেন তিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও জানান অর্পিতা।