কলকাতা: বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর মায়ের দাবি, মডেলিং করতেন মেয়ে। ওড়িশার বেশ কিছু সিনেমা অভিনয় করেন। প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। দিনদুয়েক আগেও বাড়িতে এসেছিলেন অর্পিতা। মায়ের দাবি, মেয়ে আর কী করেন, তা তাঁর জানা নেই। এবিপি আনন্দের ক্যামেরায় এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের মা। জানা গিয়েছে, অর্পিতা মডেলিং করতেন টুকটাক। উঁচুতলার বেশ কয়েক জনের সঙ্গে ওঠাবসাও ছিল। কিন্তু সেই অর্থে জনপ্রিয় ছিলেন না। এ হেন অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে পাহাড় প্রমাণ টাকা উদ্ধার থেকে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। তাঁকে আটকও করা হয়েছে।


কীভাবে উত্থান অর্পিতা মুখোপাধ্যায়ের? ঘনিষ্ঠ বন্ধু সৌমেন রায়ের দাবি, বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে বাড়ি অর্পিতার। সেখানে থাকেন মা। বোনের বিয়ে হয়ে গিয়েছে। অর্পিতা মডেলিং করতেন। নাকতলা উদয়ন সঙ্ঘের প্রচারে যুক্ত হন। সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়ের আলাপ। সৌমেন বলেন, ২০০২-এ কলেজ জীবন থেকে চিনি অর্পিতাকে। মডেলিং করত। ২০১৫ থেকে নেল আর্টের ব্যবসায় যুক্ত ছিল। ২০০৯-১০ নাগাদ ফ্ল্যাট কেনে অর্পিতা। ফ্ল্যাট কিনলেও, অর্পিতা থাকত মায়ের কাছে।


২১ কোটি টাকা উদ্ধার
ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টোকা উদ্ধার হয়েছে ! সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। কিন্তু এত টাকা এল কোথা থেকে? সূত্রে খবর, অর্পিতা জানিয়েছেন, তিনি অভিনয় করেন। কিন্তু অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? জানা গিয়েছে, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। জানতে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল? 


আরও পড়ুন: এক মঞ্চে মমতা - অর্পিতা, পুরনো ভিডিও শেয়ার করে মালব্যর পোস্ট