সমীরণ পাল, টিটাগড়: কেবল ব্যবসায়ীকে আটক করা নিয়ে টিটাগড়ে (Titahgarh) তুলকালাম! থানার একেবারে ভিতরে ঢুকে কেবল ব্যবসায়ীদের বিক্ষোভ! পুলিশের সঙ্গে তুমুল বচসা! সংঘাত গড়াল ধাক্কাধাক্কিতে! অশান্তি এমন জায়গায় পৌঁছল, শেষ পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলরের হস্তক্ষেপে আটক কেবল ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ! স্থানীয় কেবল্ ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, পরিষেবা নিয়ে দুটি টেলিকম সংস্থা এলাকায় নিজেদের মধ্যে মারামারি করছে। আর আটক করা হয়েছে নিরীহ এক কেবল ব্যবসায়ীকে। প্রতিবাদে গতকাল রাতে টিটাগড় থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কেবল ব্যবসায়ীদের একাংশ। শেষ পর্যন্ত ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ও ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের হস্তক্ষেপে আটক কেবল্ ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুলিশ। 


উল্লেখ্য, ব্যবসায়ী বিক্ষোভে উত্তপ্ত হল বাঁকুড়াও। কাউন্সিলরের (TMC Councillor) মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ। নালিশ জানাতে গিয়ে তৃণমূল (TMC) কাউন্সিলরের কাছেই হেনস্থা হতে হয়েছে বাজার কমিটির সম্পাদককে। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পাল্টা অভিযোগ কাউন্সিলরের। বাঁকুড়া পুরসভার রাজগ্রামের ঘটনা।                                                                                                 


তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও হেনস্থা করার অভিযোগ। বাজার বন্ধ করে প্রতিবাদ ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার রাজগ্রামে। রাজগ্রাম বাজার কমিটির অভিযোগ, মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠানের শোভাযাত্রার সময় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা চট্টোপাধ্যায়ের নির্দেশে বেশ কিছু দোকানের শেড ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ জানাতে কাউন্সিলরের কাছে যান বাজার কমিটির লোকজন। অভিযোগ, সেই সময় কাউন্সিলর বাজার কমিটির সম্পাদককে মারধর ও হেনস্থা করেন। 


ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ করে বিক্ষোভ দেখান বাজার কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। সব অভিযোগ অস্বীকার করে বাজার কমিটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কাউন্সিলর। সকাল থেকে বাজার ও দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।