মুম্বই: আইপিএল শেষ। ফের আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরছে ভারতীয় ক্রিকেট দল। আর শুরুতেই কঠিন লড়াই। তা হল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিতের দল। আর সেখানে প্লেয়ারদের কাছে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ হতে পারে টি-টোয়েন্টি থেকে লাল বলের ফর্ম্যাটে ট্রাঞ্জিশন, এমনই মনে করেন সুনীল গাওস্কর। কিংবদন্তি প্রাক্তন এই ভারতীয় ওপেনার বলেন, ''আইপিএল খেলায় ব্যস্ত ছিল ভারতের ক্রিকেটাররা। এবার তাদের লাল বলের ফর্ম্যাটে ফিরতে হবে। আর শুরুতেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের মত বড় মঞ্চ। প্রতপিক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি প্লেয়াররা এই বদলটার সঙ্গে মানিয়ে নিতে পারবে, ততই ভাল ভারতীয় দলের জন্য। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে রোহিতদের।''


অজিঙ্ক রাহানের কামব্যাক প্রসঙ্গেও মুখ খুলেছেন গাওস্কর। গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহানে। একেবারে অন্য় মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে জিঙ্কসকে। এবারের টুর্নামেন্টে ১৪ ম্য়াচে ৩২৬ রান করেছেন। স্ট্রাইক রেট ঈর্ষণীয় ১৭২.৪৯। কেকেআরের বিরুদ্ধে ২৯ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসটিই এবারের আইপিএলে রাহানের সর্বোচ্চ স্কোর। গাওস্কর বলছেন, ''আমি রাহানের জন্য খুবই খুশি। কিন্তু ওকে প্রমাণ করতে হবে যে ও ফুরিয়ে যায়নি। দারুণ মঞ্চ ওর সামনে। ইংল্যান্ডে প্রচুর ক্রিকেট খেলেছে ও। অভিজ্ঞতাও প্রচুর। আমার মনে হয় পাঁচ নম্বর পজিশনে রাহানের রান পাওয়া ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখনও ওর মধ্যে অনেকটা ক্রিকেট বাকি রয়েছে। আর রাহানেও চাইবে নিজেকে মেলে ধরতে টেস্ট চ্যম্পিয়নশপ ফাইনালে। এই সুযোগটা কাজে লাগিয়ে ফের জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করতে হবে জিঙ্কসকে।''


সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত ফর্মে ব্যাটিং করতে দেখা গিয়েছে রাহানেকে। প্রথম ম্যাচ থেকে খেলার সুযোগ না পেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯ বলে ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর কেকেআরের বিরুদ্ধে ইডেনে ২৯ বলে অপরাজিত অর্ধশতরান হাঁকান। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফাইনালও মিডল অর্ডারে ভরসা জুগিয়ে ১৩ বলে দ্রুত ২৭ রানের ইনিংস খেলেছিলেন। স্ট্রেট ড্রাইভে একটি দর্শনীয় ছক্কাও হাঁকান রাহানে। টেস্ট স্পেশালিস্ট তমকা কিছুটা ঘুচেছে হয়ত। কিন্তু এবার জাতীয় দলে নিজের জায়গা ফের পাকা করার পালা এই মুম্বইকরের। পারবেন তিনি?