নয়াদিল্লি :  বিশাল এক গ্রহ। আকারে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির থেকে ১৩ গুণ বেশি বড়। এমনই এক অ-জানা গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। অধ্যাপক অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে Physical Research Laboratory র একটি গবেষক দলের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। 



অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল । এটি পিআরএল বিজ্ঞানীদের দ্বারা চিহ্নিত তৃতীয় এক্সোপ্ল্যানেট। 


ভারত, জার্মানি, সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একটি দল  ওই exoplanet এর ভর মাপার উদ্যোগ নেয়।এই এক্সোপ্ল্যানেটের ভর ১৪ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। বিশেষ  প্রযুক্তির সাহায্যে এই গবেষক দলটি  এই গুরুত্বপূর্ণ  আবিষ্কার করতে সক্ষম হয়েছে। 


নতুন আবিষ্কৃত গ্রহটি TOI-4603 নামে পরিচিত একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে । বিজ্ঞানীরা বলছেন এই গ্রহটি অতিবেশি ঘনত্বের। আর আকারেও বিশাল। একে দৈত্যাকার গ্রহ বলে চিহ্নিত করেছে বিজ্ঞানীদের দলটি। এই গ্রহটির নাম দেওয়া হয়েছে TOI 4603b বা HD 245134b। গ্রহটি পৃথিবী থেকে ৭৩১ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং প্রতি ৭.২৪  দিনে এটি TOI-4603র চারপাশে ঘোরে। গ্রহটির তাপমাত্রাও ভয়াবহ। ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলন্ত ওই গ্রহ।          


এখনও পর্যন্ত বৃহস্পতির থেকে প্রায় ১১ থেকে ১৬ গুণ বড় এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। এদের মধ্যে ৫-৬টির ওজন এবং গ্রহস্থ বায়বীয় ভর বৃহস্পতির থেকে অনেকগুণ বেশি। এই সন্ধান যে কেবল গ্রহের সন্ধান তা নয়৷ পৃথিবীর বাইরে কোথাও কোনও প্রাণের অস্তিত্ব আছে কি না তা দেখার জন্যই সন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। 



আমাদের সৌরমণ্ডল বাদ দিয়ে অন্যান্য গ্যালাক্সিতে ইতিমধ্যেই প্রায় ৫ হাজারটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করে ফেলেছেন গবেষকরা। কোনও কোনও গ্যালাক্সিতে এমন 'বৃহস্পতির' সন্ধানও পেয়েছেন। সেখানে দেখা গিয়েছে সেই নক্ষত্রমণ্ডলের 'সূর্য'র অত্যন্ত কাছের গ্রহ হিসেবেই রয়েছে সে। পৃথিবী-সূর্যের যে দূরত্ব তার ১০ ভাগের ১ ভাগ দূরত্বে অবস্থান করছে সদি এক্সোপ্ল্যানেটগুলি।  


ইসরোর তরফে বলা হয়েছে, নি:সন্দেহে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে এই গ্রহগুলি নিজেদের ভর, মাধ্যাকর্ষণ, বায়বীয় চরিত্র পরিবর্তন করে তা বুঝতে পারা যাবে এই আবিষ্কারে। 


কিছুদিন আগেই মহাকাশবিজ্ঞানীরা একদম পৃথিবীর মতো দেখতে এক গ্রহ খুঁজে পেয়েছেন। তবে তা সৌরজগতের মধ্যে নয়। আমাদের সৌরমণ্ডলের বাইরের গ্রহ। পৃথিবীর থেকে প্রায় ৯০ আলোকবর্ষ দূরের দক্ষিণে অবস্থিত কনস্টেলেশন ক্রেটার মধ্যে অবস্থিত। তবে পৃথিবীর থেকে সামান্য বড় এই গ্রহটি। এই গ্রহের মধ্যে একটি ছোট লাল বামন নক্ষত্রও রয়েছে। যেটিকে এই গ্রহটি প্রদক্ষিণ করছিল। এর আগেও পৃথিবীর মতো এক গ্রহর সন্ধান পেয়েছিল নাসা। নতুন আবিষ্কৃত পৃথিবী 'রস ৫০৮বি' তার পৃষ্ঠে জল ধরে রাখতে সক্ষম হতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ফলে এই গ্রহে জীবনের সন্ধান মিলতে পারে বলে মনে করা হচ্ছে।