অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের সাংস্কৃতিক জগতে আর জি কর-কাণ্ডের (R G Kar News) প্রতিবাদ। এবার রাজ্য সরকারের কমিটি থেকে ইস্তফা দিলেন শিল্পী সনাতন দিন্দা। চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন তিনি। আর জি কর-কাণ্ডের সদস্য পদ ফেরালেন সনাতন দিন্দা। 


রাজ্য সরকারের কমিটি থেকে ইস্তফা: প্রায় ১৩ বছর চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন সনাতন দিন্দা। এই সিদ্ধান্ত প্রসঙ্গে শিল্পী জানিয়েছেন, "আসলে আমি দেখছি তিলোত্তমা নৃশংস হত্যার পর এখানে বিগদ্ধ পণ্ডিত, প্রথিতযশা শিল্পীরা রয়েছেন আমাদের অভিভাবক হয়ে। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ওঁদের সঙ্গে না থাকাই ভাল। ওঁরা নীরব। ওঁদের কোনও অভিব্যক্তি নেই। কোনও প্রতিবাদ নেই। অথচ আমরা জানি এই সব শিল্পীরা একটা তুলির আঁচড় দিলে এই মহাযজ্ঞে ঘৃতাগ্নি হয়ে যাবে। কারণ এখানে কোনও মঞ্চ নেই। ওঁরা আসছেন না। আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। ওঁর সংসর্গে না থাকাই শ্রেয়। নাহলে আমিও হয়ত নীরব হয়ে যাব। তিলোত্তমা আমার বোন হয়। তিলোত্তমা দিন্দা হয়। আমার গায়ে আঁচ লাগলে আমি রাস্তায় বেরোব, এরকম নয়। আমার গায়ে আঁচ লেগেছে। যাঁরা ভাবছেন, সরকারি পদে যাঁরা বসে আছেন তাঁরা খুব নিরাপদে রয়েছেন তা নয়। এই যে আগুন ধিক ধিক করে জ্বলছে, বিনা অস্ত্রে বিদ্রোহ হচ্ছে এটা দরকার। কবি, শিল্পী, সাহিত্যিকদের ঘৃতাগ্নির প্রয়োজন ছিল। তাঁরা করছেন না। তাই ঘেন্নায় পদত্যাগ করলাম। 


আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা বাংলা। নাগরিক আন্দোলনের এই দ্রোহকালের মধ্যেই ক্ষোভের আগুনে ঘি ঢালে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের করা মন্তব্য। অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, "আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।''                                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar Protest: রাতদখল ঘিরে তুলকালাম, প্রতিবাদীদের গ্রেফতার বারাসাতে, কী অভিযোগ?