কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) নিশানা করলেন অমিত মালব্য (Amit Malviya)। একইসঙ্গে দেহ উদ্ধারের পরের ৭২ ঘণ্টায় মুখ্যমন্ত্রী ও সিপি-র কল রেকর্ড জনসমক্ষে আনার দাবিও জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও সিপি-র পলিগ্রাফ পরীক্ষাও করার দাবি জানিয়েছেন অমিত মালব্য।
মুখ্যমন্ত্রীকে নিশানা: সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, 'আর জি কর কাণ্ড নিয়ে আরও একটি মিথ্যে প্রকাশ্যে। দেহ উদ্ধারের আগে থেকেই সংস্কারের কাজ চলছিল বলে যে দাবি, তা সম্পূর্ণ মিথ্যে। রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ, উভয়ই মিথ্যে বলছে। যাঁরা দেওয়াল ভাঙার ভিডিও শেয়ার করেছিল, কলকাতা পুলিশ তাঁদের বিরুদ্ধেই অভিযোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের পদত্যাগ ছাড়া সুষ্ঠু তদন্ত অসম্ভব। ইতিমধ্যেই অনেক তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। ঘটনার পর ৭২ ঘণ্টা পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং সিপির কল রেকর্ড আনতে হবে প্রকাশ্যে। তাঁদের কথোপকথনও আনতে হবে তদন্তের আওতায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্ট প্রয়োজন। বিচারের দাবিতে আন্দোলন চলবে।'
১০ অগাস্ট PWD-র সিভিল ও ইলেক্ট্রিক্যাল বিভাগে চিঠি দেন সন্দীপ ঘোষ। নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের পরদিনই চেস্ট মেডিসিন বিভাগে সংস্কারের কাজ শুরুর নির্দেশ দেন সন্দীপ ঘোষ। সামনে এল আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই করা অর্ডারের কপি। ১০ অগাস্ট PWD-র সিভিল ও ইলেক্ট্রিক্যাল বিভাগে চিঠি দেন সন্দীপ ঘোষ। যেখানে তিনি উল্লেখ করেছেন, 'স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই সংস্কারের সিদ্ধান্ত।' বিতর্কের মুখে স্বাস্থ্য দফতরের দাবি, 'কোথায় কী তৈরি বা সংস্কার হবে, বিষয়টি ছাড়া হয় আর জি কর কর্তৃপক্ষের উপরেই।' নির্দেশনামার সঙ্গে এই মর্মে নোটে উল্লেখ করা হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: সরকারি অডিটকে বুড়ো আঙুল, কোথায় যেত আরজি করের অ্যাকাডেমিক ফান্ডের টাকা?