Kunal Ghosh: ‘কারও কথায় আমার মতো নির্দোষকে বলি দেবেন না যেন’! রাজীবের প্রত্যাবর্তনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের

Rajeev Kumar: বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়।

Continues below advertisement

কলকাতা: 'বনবাস' কাটিয়ে রাজ্য প্রশাসনে ফের প্রত্যাবর্তন রাজীব কুমারের। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হল তাঁকে। সেই নিয়ে বিরোধীরা যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন, সেই আবহে ,কার্যতই বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সারদা মামলায় রাজ্যের তৎকালীন SIT-এর প্রধান রাজীব কুমারের উদ্দেশে তাঁর উক্তি, "আমার মতো কোনও নির্দোষকে কারও কথায় আর বলি দেবেন না যেন!"

Continues below advertisement

বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজীব ওই পদে বহাল থাকবেন বলে জানানো হয়েছে। সারদা মামলায় ২০১৩ সালে রাজ্য পুলিশ যে SIT গঠন করে, তার দায়িত্বে ছিলেন রাজীব। পরবর্তী কালে তাঁকে সাক্ষী করে CBI. কিন্তু রাজীব নথিপত্র গায়েব করে দিয়েছেন বলে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী ছিলেন রাজ্যবাসী। রাজীবের বাড়িতে CBI পৌঁছলে কলকাতার রাস্তায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেই রাজীবের প্রত্যাবর্তন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই আবহেই মুখ খুললেন কুণাল। রাজীবের নিযুক্তির খবর সামনে আসার পর তাঁকে বলতে শোনা যায়, "রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টানাপোড়েন গিয়েছিল। ওঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল আমার কিছু নির্দিষ্ট কারণে। কিছু দিন আগে, মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় দেখা হয়েছিল। সৌজন্য বিনিময় হয়। আমি ওঁকে ভাল থাকতে বলি, উনিও আমাকে ভাল থাকতে বলেন। উনি ডিজি পদে এসেছেন। নিশ্চয়ই ভাল খবর। একজন দক্ষ আইপিএস অফিসার উনি। ভাল থাকুন ভাল কাজ করুন। শুধু খেয়াল রাখুন, আমার মতো কোনও নির্দোষকে কারও নির্দেশে বলি দিতে যাবেন না যেন! তাহলে পরের দিনগুলি ভাল দেন না ভগবান।" 

আরও পড়ুন: Rajeev Kumar WB DG: ‘সারদার প্রমাণ লোপাটের পুরস্কার দিলেন মমতা’, রাজ্যের নয়া DGP রাজীর কুমার, তীব্র আক্রমণে বিরোধীরা

 কুণালের এই মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হতে সময় লাগেনি। কারণ সারদা মামলায় গ্রেফতার হওয়ার পর সরাসরি তৃণমূলনেত্রীর দিকে আঙুল তুলেছিলেন কুণাল। মমতা সব জানেন, সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বলে অভিযোগ করেছিলেন। তাই কংগ্রেসের সৌম্য আইচ রায় প্রশ্ন তুলেছেন, তাঁকে যদি ফাঁসানোই হয়ে থাকে, তাহলে কেন সত্য খোলসা করছেন না কুণাল? কার কথায় বলি দেওয়া হয়েছিল তাঁকে? আসলে গোটাটাই আইওয়াশ বলেও দাবি করেন সৌম্য। 

বুধবার সন্ধেয় নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়। বুধবারই রাজ্য পুলিশের বর্তমান ডিজি মনোজ মালব্যের মেয়াদ শেষ। আর এই দিনই রাজীবের নিযুক্তির ঘোষণা হল। মনোজকে আগামী তিন বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা করার কথাও জানানো হয়েছে রাজ্যের তরফে। বিষয়টি সামনে আসতেই রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সারদার প্রমাণ লোপাটের জন্য রাজীবকে মমতা পুরস্কৃত করলেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Continues below advertisement
Sponsored Links by Taboola