কোচবিহার: অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ, গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে হাঙ্গামা। গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গোঁসানিমারির সভায় তৃণমূলের দু'পক্ষের মধ্যে হাতাহাতি। সাহেবগঞ্জের সভায় ভাঙা হল ব্যালট বাক্স। 


গোপন ব্যালট বাক্স ঘিরে হাঙ্গামা: গোসাইমারির সভায় তৃণমূলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ হয়। অন্যদিকে সাহেবগঞ্জে ভাঙল ব্যালট বক্স। প্রার্থী নির্বাচনে ভোট লুঠের অভিযোগ খোদ তৃণমূলকর্মীদেরই! অভিষেক যেতেই কোচবিহারে ২ জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠের ঘটনা। ফের 'পুনর্বিবাচন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়। সাহেবগঞ্জ, গোসাইমারিতে তৃণমূলের গোপন ব্যালট লুঠ, কাল সকাল থেকে 'পুননির্বাচন'। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত 'পুনর্নির্বাচনের' সিদ্ধান্ত তৃণমূলের। যদিও জনগণের উচ্ছ্বাসে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের। 


গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদাতার নাম গোপন থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের উদ্যোগ গোটা দেশে প্রথম বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এদিনই গোসাইমারির সভায় তৃণমূলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ হয়। অন্যদিকে সাহেবগঞ্জে ভাঙল ব্যালট বক্স। কোচবিহারে ২ জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠের ঘটনায় ফের 'পুনর্বিবাচন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়।                              



অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কোচবিহার থেকে শুরু হল ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস পথেই কাটাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ যাত্রা। এদিন দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠ, সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠ এবং শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে জনসভা করবেন অভিষেক। বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৈরি রাখা হয়েছে তৃণমূলে নবজোয়ার ও জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারেের উদ্দেশে। 


আরও পড়ুন: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে