নয়াদিল্লি : রাজনৈতিক পোস্ট, সরকারি বিভিন্ন প্রকল্প সংক্রান্ত পোস্ট কিংবা কারও জন্মদিনে শুভেচ্ছা জানিয়ো পোস্ট। প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন পোস্ট প্রায়ই শেয়ার করা হয়। যে কোনও বিশেষ দিনেও দেশবাসীকে বার্তা দিয়ে থাকেন নরেন্দ্র মোদি। কিন্তু আজ তিনি শেয়ার করলেন একদম অন্যরকম একটি ভিডিও। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ছোট্ট একটি মেয়ের বাজনার ভিডিও শেয়ার করলেন। এক খুদে মুগ্ধ করেছে দেশের প্রধানমন্ত্রীকে। ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে তিনি বাচ্চা মেয়েটির প্রতিভার তারিফ করেছেন। প্রধানমন্ত্রী মুগ্ধ হয়েছেন শিশুটির অসাধারণ প্রতিভা এবং সৃজনশীলতায়। প্রধানমন্ত্রী মোদি যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েটি একটি সিনথেসাইজার বাজাচ্ছে।



 


ভিডিওটি শুনে দেখুন। বাচ্চা মেয়েটি 'পল্লবগালা পল্লবীয়ালি'র লাইন শুনছে এবং যন্ত্রে সুর তুলছে। ভিডিওটি রি-টুইট করে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “এই ভিডিওটি সবার মুখে হাসি ফোটাতে পারে। অসাধারণ প্রতিভা এবং সৃজনশীলতা। শালমলীর জন্য শুভ কামনা।”                       






'পল্লবগালা পল্লবীয়ালি' প্রখ্যাত কন্নড় কবি কে এস নরসিংহ স্বামীর লেখা। এক ট্যুইটার ব্যবহারকারী টুইটে গানটি সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আপনার মধ্যে অনেকেই এই গানটি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন ৷ এটি কন্নড় ভাষার গান ৷ বিখ্যাত কন্নড় কবি কেএ স নরসিংহস্বামী লিখেছেন। ভাল অনুবাদ পেতে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন.. এই গানটি আসলে শ্রীমতি রত্নমালা প্রকাশের গাওয়া ”






ভিডিওটি পোস্ট হতে ট্যুইটার ভেসেছে শুভেচ্ছা বার্তায়।