কৌশিক গাঁতাইত, আসানসোল: পানীয় জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের। ঘটনায় গুরুতর জখম হয়ে আরও এক শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের আসানসোলের রানিগঞ্জে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
মৃত ব্যক্তি আসানসোল পুরসভার অস্থায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। এদিন সকাল থেকে আসানসোল পুরসভার দু নম্বর বোরোর রানিগঞ্জ তারবাংলা এলাকায় পাইপ লাইনে কাজ করছিলেন সেই শ্রমিক। তাঁর সঙ্গে কাজ করছিলেন আরও ২ জন শ্রমিক। সেই এলাকায় একটি বাড়ির দেওয়ালের পাশে পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সেই সময় আচমকাই বাড়ির দেওয়ালটি ভেঙে পড়়ে তাঁদের ওপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ বছর বয়স্ক সেই শ্রমিকের। মৃতের নাম বাবলা বাউরি।
তাঁর সঙ্গে কাজ করা আরেক শ্রমিক অজয় বাউরি গুরুতর আহত হন। তাঁকে জখম অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আসানসোল পুরসভার পক্ষ থেকে মৃত শ্রমিকের পাশে দাঁড়ানোর কথা জানানো হয়। পুর প্রশাসক মন্ডলির সদস্য পূর্নশশী রায় জানান মৃত শ্রমিকের পরিবারের পাশে পুরসভা সবসময় থাকবে।