কলকাতা : আসোনসোলের (Asansol) ক্ষমতা কি ধরে রাখতে সক্ষম হবে বিজেপি (BJP), নাকি পদ্মের বদলে শিল্পাঞ্চলে শেষমেশ ফুটবে ঘাসফুল। বালিগঞ্জের (Ballygung) 'গড়'-রক্ষা কি করতে পারবে শাসক শিবির ? রাজ্য-রাজনীতিতে সবথেকে চর্চিত প্রশ্নের উত্তর আর কয়েক ঘণ্টা পরেই। হাই প্রোফাইল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল আজ। দুই কেন্দ্রেরই ভোটগণনা কেন্দ্রগুলি মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্ঠনী সেখানে। 


গত মঙ্গলবার দুই কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের শেষ হিসেব অনুযায়ী আসানসোল লোকসভা কেন্দ্রে ৬৬.৪২ শতাংশ ও বালিগঞ্জ বিধানসভায় ৪১.২৩ শতাংশ ভোট পড়েছে। আসানসোলে মোট ভোটার ছিলেন প্রায় ১৫ লক্ষ। অপরদিকে বালিগঞ্জে প্রায় ২.৫ লক্ষ ভোটার।


একঝলকে আসানসোল ও বালিগঞ্জের ভোট


আসানসোল- আসানসোলে এবার মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই হবে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrugnha Sinha), বিজেপির অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৪ ও ২০১৯, দু’-দু’টি লোকসভা নির্বাচন হয়ে গেছে। কিন্তু কোনওবারই আসানসোল জিততে পারেনি তৃণমূল। তবে গত বিধানসভা ভোটের নিরিখে এবার অনেকটাই পাল্লা ভারী শাসক দলের। কারণ, আসানসোল উত্তর, বারাবনি, জামুড়িয়া, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, বিজেপির সাকুল্যে ছিল আসানসোল দক্ষিণ ও কুলটি আসন। এবার কী হবে? আসানসোলে ভাগ্য খুলবে তৃণমূলের? নাকি বাজিমাত করবে সেই বিজেপি? সেই উত্তরেরই অপেক্ষা।


বালিগঞ্জ- আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি আসন ছাড়ার জেরে উপনির্বাচন হয়েছে সেই বাবুল সুপ্রিয় (Babul Supriyo) দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী হিসেবে। তাঁর সঙ্গে লড়াইয়ে অন্যদিকে, বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে লড়াইয়ে নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। আর কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামন চৌধুরী। গত বছরের কালীপুজোর দিন তৃণমূলের নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের জেরে উপনির্বাচন হয় বালিগঞ্জে।


আরও পড়ুন- 'নির্দল'-এর অনুগামীদের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর, রণক্ষেত্র বৌবাজার