কৌশিক গাঁতাইত, মনোজ বন্দ্যোপাধ্যায়, আবির ইসলাম, আসানসোল : অনুব্রত মণ্ডল (anubrata mandal) যেখানেই যান, সেখানেই মৃত্যুর বন্যা বয়ে যায়। তাঁকে গ্রেফতার করা হোক। এমনটাই দাবি তুললেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে (asansol by election) বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই নিয়ে তৃণমূলের (TMC) বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মন্তব্য করতে না চাইলেও, তাঁর দলের কটাক্ষ, প্রচারে আসতেই মিথ্যা অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী (BJP)।


অনুব্রতকে নিশানা অগ্নিমিত্রার


আসানসোলে লোকসভা উপ-নির্বাচনের প্রচারেও অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে সেই খেলা হবে শব্দবন্ধ শোনা গিয়েছিল। আর সেই শব্দবন্ধেই ভোটকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করছে বিজেপি। গত ২১ মার্চ আসানসোলে ভোটপ্রচারের মঞ্চে অনুব্রত মণ্ডল বলেছিলেন, 'খেলাটা খুবই ভাল হবে। এখানকার সব বিধায়করা, এখানকার জেলা কমিটি, এখানকার সভাপতি, ২ লক্ষ ৫০ হাজার ভোটে জয়লাভ করব।' যার ভিত্তিতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে গ্রেফতারের দাবি তুলেছেন আসানসোলের বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পাল বলেছেন, 'রামপুরহাটকাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করা হোক। এই লোকটাকেই আসানসোলে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা শঙ্কিত। কারণ উনি যেখানেই যান, লাশের বন্যা বয়ে যায়। নির্বাচন কমিশনকে বলছি বিষয়টা দেখার জন্য।'


আরও পড়ুন- দলেই কি চাপে অনুব্রত? কুণালের খোঁচা 'উনি অনেক বড় নেতা, বেশি বোঝেন'


মন্তব্যে নারাজ অনুব্রত


আসানসোলের বিজেপি প্রার্থীর এই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে আসানসোল পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা অমরনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'প্রচারে আসার জন্য এসব করছেন বিজেপি প্রার্থী, শুধু অনুব্রত মণ্ডলকে নয়, অনেককেই দায়িত্ব দেওয়া হয়েছে। উনি প্রচারে আসেন মাঝেমধ্যে। ২০২১-এ তো কেন্দ্রীয় ফোর্স নামানো হয়েছিল, তখন বীরভূমে তো কিছু হয়নি।'


এদিকে লোকসভা উনির্বাচনের আগে, পাণ্ডবেশ্বরে নাকা চেকিংয়ের সময় নগদ ৪ লক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে অজয় ঘাট নাকা পোস্টে একটি গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার কোনও সদুত্তর দিতে পারেননি গাড়ির চালক। তবে ভোটের মুখে টাকা উদ্ধার ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।


প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে প্রায় ২ লক্ষ ভোটে হারান বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু সেই সাংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। এই কারণে, ১২ এপ্রিল উপনির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে।


আরও পড়ুন- চৈত্রের গরমেও তেড়েফুঁড়ে প্রচার, আসানসোলের অন্য যুদ্ধে শেষ হাসি নিয়ে আশাবাদী তিন প্রার্থীই