আসানসোল : আসানসোলে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা ( TMC's Shatrughan Sinha ) । আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । আসানসোলের ৭টি বিধানসভাতেই এগিয়ে তৃণমূল।
জয় ঘোষণার আগেই, দুই উপনির্বাচনে সবুজ-শিবিরের জয়জয়কারে শুভেচ্ছা জানান তৃণমূলনেত্রী (TMC) । আসানসোল, বালিগঞ্জের উপনির্বাচনে বিপুল জনমত, শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি লেখেন,
‘তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। ‘তৃণমূলের উপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট। ' আসানসোল-বালিগঞ্জে সাফল্য নিয়ে ট্যুইট তৃণমূলনেত্রীর।
‘আসানসোলে একের পর এক কারখানা বেচে দেওয়া হচ্ছে, রেল-সেল বেচে দেওয়া হচ্ছে, কেন্দ্রের এসব নীতি দেখে মানুষ ক্ষুব্ধ’, আসানসোলে ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
আরও পড়ুন :
কার দখলে বালিগঞ্জ? আসানসোল ধরে রাখতে পারবে বিজেপি?
বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। সকাল থেকে দৌড়ে এগিয়ে ছিলেন 'বিহারি বাবু'। বিরোধীদের বহিরাগত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে, তরতর এগোতে থাকেন শত্রুঘ্ন। পিছিয়ে পড়েন অগ্নিমিত্রা।
ফল ঘোষণার দিন স্থানীয় হনুমান মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার স্ত্রী পুনম সিন্হা। হনুমান জয়ন্তীতে স্বামীর জন্য জয় প্রার্থনা করেন বলে জানান তৃণমূল প্রার্থীর স্ত্রী।
একদিকে কয়লাখনি। অন্যদিকে, ছোট-বড় বিভিন্ন কলকারখানা। শিল্পাঞ্চল বলে পরিচিত আসানসোলের ফলের দিকে নজর সকলেরই। গতবছর এই কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর ছেড়ে যাওয়া আসনেই এবার উপনির্বাচন হচ্ছে। গত বিধানসভা ভোটের নিরিখে এবার অনেকটাই পাল্লা ভারী ছিল শাসক দলের। কারণ, আসানসোল উত্তর, বারাবনি, জামুড়িয়া, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, বিজেপির সাকুল্যে ছিল আসানসোল দক্ষিণ ও কুলটি আসন। এবার কী হবে? আসানসোলে ভাগ্য খুলবে তৃণমূলের?