রঞ্জিত সাউ, কলকাতা: ভুয়ো তথ্য দিয়ে ব্যাঙ্ক থেকে লোন (bank loan) নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছেন লেকটাউন থানার পুলিশ (Lake Town Police Station)। ধৃতের নাম রাজীব চিটলাঙ্গিয়া। 


ভুয়ো তথ্য দিয়ে লোন নেওয়ার অভিযোগ


ব্যাঙ্ক থেকে ওই ধৃত ব্যক্তি লোন নেন। কিন্তু ভুয়ো তথ্য দিয়ে ব্যাঙ্ক থেকে লোন নেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার (bank manager) লেকটাউন থানায় এসে অভিযোগ দায়ের করেন যে ওই এলাকায় বসবাসকারী রাজীব তাঁদের ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন। তাঁর দাবি, ব্যবসার করবেন বলে ওই ব্যক্তি ২ কোটি টাকা লোন নিয়েছিলেন।


তবে দীর্ঘদিন সেই লোন শোধ না করায় ব্যাঙ্ক থেকে তাঁর তথ্য যাচাই করতে গেলে জানা যায় ব্যবসার যাবতীয় তথ্য ও লোনের জন্য দেওয়া সমস্ত তথ্য ভুয়ো। এরপরই লেকটাউন থানার দারস্থ হন ওই ব্যাঙ্ক ম্যানেজার।


আরও পড়ুন: Asansol : আসানসোলে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, আসানসোলে সবুজ-উৎসব শুরু


তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লেকটাউন থানার পুলিশ। এরপর অভিযুক্ত রাজীবকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করে। আজ অর্থাৎ শনিবার তাকে বিধাননগর আদালতে তোলা হবে। ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর পুলিশ সূত্রে। তবে এই ব্যক্তি লোন নেওয়ার সময় জাল তথ্য দিলেও সেগুলো ব্যাঙ্কের তরফে যাচাই করে নেওয়া হল না কেন বা এর পিছনে ব্যাঙ্কেরই কোনও কর্মী জড়িয়ে আছেন কি না তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।


অন্যদিকে সম্প্রতি বেশকিছু জালিয়াতির ঘটনা সামনে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(SBI)। যেখানে ব্যবহারকারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করায় অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে প্রতারকরা। এখন একই রকম ঘটনা ঘটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের সঙ্গেও। অনেক SBI ব্যবহারকারী একটি লিঙ্ক সহ তাদের প্যান নম্বর আপডেট করার জন্য একটি বার্তা পাচ্ছেন। টেক্সট মেসেজে বলা হচ্ছে, পাঠানো লিঙ্কে প্যান নম্বর আপডেট না করলে 'YONO' অ্যাকাউন্ট ব্লক করা হবে তাদের। এই সমস্ত বার্তা থেকে সাবধান থাকতে বলা হচ্ছে গ্রাহকদের।