আসানসোল: আসানসোল পুরসভা নির্বাচনে (Asansol Municipal Election) টিকিট পেলেন না প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দিয়েছিলেন জিতেন্দ্র। এ বারের পুরসভা নির্বাচনে তাঁকে প্রার্থী কার হতে পারে বলে জল্পনা চলছিল গেরুয়া শিবিরে। কিন্তু শুক্রবার যে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, তাতে জিতেন্দ্রের নাম নেই। তাঁর বদলে নাম রয়েছে তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari)। বহু বছর পর এই প্রথম আসানসোল পুর নির্বাচনে জিতেন্দ্র নেই।
জিতেন্দ্র যদিও জানিয়েছেন, এ বারের পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাই ছিল না তাঁর। সে কথা দলকে জানিয়েও ছিলেন। তবে বিজেপি জানিয়েছে, জিতেন্দ্রর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে গিয়েছে। তাই সেখানে প্রাক্তন মেয়ররে পরিবর্তে তাঁর স্ত্রীকে দাঁড় করানো হয়েছে। সে ক্ষেত্রে অন্য ওয়ার্ডে কেন জিতেন্দ্রকে প্রার্থী কার গেল না, তার সদুত্তর যদিও মেলেনি। তবে দলের একটি অংশ মনে করছে, বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ইস্তফা দেওয়ায় আসানসোলে তাঁর লোকসভা আসনটিতে উপ নির্বাচন (Lok Sabha By Election) হবে। সেখানে জিতেন্দ্রকে দাঁড় করানো হতে পারে। তবে পুরোটাই জল্পনা। এর সপক্ষে বিজেপি-র তরফে কোনও ইঙ্গিত মেলেনি।
আরও পড়ুন: North 24 Parganas News: ‘এম এ ইংলিশ চায়ওয়ালি’র দোকান ভাঙার অভিযোগ, রেলের সঙ্গে সঙ্ঘাতে টুকটুকি
উল্লেখযোগ্য ভাবে, একসময় বাবুল অনুগামী বলে পরিচিত ছিলেন বিজেপি-র যে নেতারা, তাঁদেরও এ বার বিজেপি-র প্রার্থী তালিকায় দেখা যায়নি। সেই তুলনায় জিতেন্দ্রর হাত ধরে বিজেপি-তে যোগ দেওয়া অনেকেই প্রার্থী হয়েছেন। উল্লেখ্য, বিজেপি-তে থাকাকালীন জিতেন্দ্রকে দেল নেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছিলেন বাবুল। সেই সময় দিলীপ ঘোষও (Dilip Ghosh) তাঁকে সমর্থন করেছিলেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিজে ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে বিজেপি-র টিকিটে জেতা আসানসোলের লোকসভা আসনটি থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূলে এখনও কোনও পদ পাননি বাবুল। তাঁকে নিয়ে কী চিন্তাভাবনা চলছে তাও জানা যায়নি। প্রথম সারিতে থেকেই তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান বলে বাবুল যদিও একাধিক বার জানিয়েছেন।