আসানসোল : লোকসভা ভোটের জয়ের পর প্রথমবার মঙ্গলে আসানসোলে (Asansol) পা রাখলেন মমতা (CM Mamata Banerjee)। এদিন আসনসোলবাসীকে ধন্যবাদ জানিয়ে, শত্রুঘন্ সিনহার (Shatrughan Sinha) প্রশংসায় পঞ্চমুখ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তারই সঙ্গে শত্রুঘন্ সিনহাকে ধন্যবাদ জানিয়ে এদিন মমতা বলেন, 'আপনারা শুধু আসানসোলকে জেতাননি, বিজেপিকে মুখের উপর যোগ্য জবাব দিয়েছেন।'


আরও পড়ুন, 


'শুভেন্দুকে স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই', তোপ দেবাংশুর


'বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে আসালসোলবাসী'- মমতা


প্রসঙ্গত, বিজেপি থেকে বাবুল বিয়োগের পর, আসানসোলের প্রাক্তন বিধায়ক নাম লেখান তৃণমূল কংগ্রেসে। ওদিকে জাতীয় রাজনীতিতে দল বদলকে ঘাসফুলে আসেন সেলিব্রেটি তথা হেভিওয়েট নেতা শত্রুঘন্ সিনহা। আর তাঁকেই এবার আসানসোলে লোকসভা ভোটে পদপ্রার্থী করে তৃণমূল। ওদিকে লোকসভা ভোটে গত দুই বারই আসানসোলের আসন দখল করেছে বিজেপি। আর বাইশে জিতলে ভরাডুবির মাঝেই লোকসভা ভোটে রেকর্ড করত বিজেপি।তবে বিজেপির লোকসভা পদপ্রার্থী অগ্নিমিত্রাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে আসানসোলে ক্ষমতায় আসে তৃণমূল। বড় জয় এনে দেন শত্রুঘন্ সিনহা। এদিন লোকসভা ভোটের জয়ের পর প্রথমবার  আসানসোলে এসে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসলেন মমতা। শত্রুঘন্ সিনহাকে জানালেন ধন্যবাদ।


' প্রতিবাদ করলেই ইডি, সিবিআই ধরে নিয়ে যায়'- মমতা


এদিন ক্ষোভ উগরে বক্তব্যের শুরুতেই মমতা বলেন,' প্রতিবাদ করলেই ইডি, সিবিআই ধরে নিয়ে যায়।' মূলত রাজ্যে একাধিক মামলায় ইডি-সিবিআই শাসকদলের উপর চাপ সৃষ্টি করেছে। কয়লা পাচার কাণ্ড থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সবেতেই জেরবার তৃণমূলের হেভিওয়েট নেতারা। তারই সঙ্গে উপরি রয়েছে বগটুই থেকে গরুপাচার-সহ ভোট পরবর্তী মামলাও। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদাক থেকে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মন্ডল, পরেশ অধিকারী-সহ তৃণমূলের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরাই কেন্দ্রীয় সংস্থার লিস্টে। যদিও এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই না, বলেই সরব হতে শোনা গিয়েছে কুণাল,পার্থদেরকে। প্রায় প্রতিটি মামলায় কেন্দ্রীয় সংস্থার নিশানায় তৃণমূলের হেভিওয়েটরা।