কলকাতাঃ 'শুভেন্দুকে (Suvendu Adhikari) স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই (CBI)', টুইটে তোপ দেবাংশুর। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবি তুলে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে তৃণমূল (TMC)। সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। একই দাবিতে, কাঁথি ও হলদিয়াতেও মিছিল করে তৃণমূল। যা নিয়ে পাল্টা, জবাবও দিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও গত মাস থেকে এসএসসি দুর্নীতি মামলায় যেভাবে পার্থ, পরেশদের গ্রেফতারির দাবি উঠেছিল,এবার বুম্যেরাং হয়ে ফিরল তা অধিকারী তালুকে। শুভেন্দুর গ্রেফতারির ইস্যুতে টুইটে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।


আরও পড়ুন,


নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে, নাম না করেই শুভেন্দুকে মমতার জবাব


দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) টুইট (Tweet) করে বলেছেন, সারদা কর্তা নিজে মুখে বলার পরেও, এফআইআর-এ (FIR) নাম থাকার পরেও, শুভেন্দুকে (Suvendu Adhikari) স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই (CBI)। মানুষ ভাবছেন, সিবিআই বার্তাল দিতে চাইছে, দুনিয়ার সকল চোর, ছ্যাচোর ডাকাত, বাটপার নিজেদের বাঁচাতে বিজেপিতে যোগ দিন। কিন্তু এভাবে, আর কতদিন ? ' প্রশ্ন তুলেছেন দেবাংশু। সম্প্রতি, সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) বলেছেন, 'টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। চিঠি দিয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছি। শুভেন্দু অধিকারীর ডাকেই কাঁথিতে গিয়েছিলাম। জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম', বলে বিস্ফোরক দাবি করেন তিনি। আর এরপরেই তৃণমূলের (TMC) তরফ থেকে আক্রমণশুরু হয়। সাংবাদিক বৈঠক করে এই দাবির ভিত্তিতে তদন্ত দাবি করে তৃণমূল নেতা কুণাল ঘোষ ও তাপস রায়। এবং নয়, শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তোলেন কুণাল-তাপসরা।






এদিকে বিজেপির 'পলিটিক্যাল ট্যুরিস্ট' খ্যাত তথা বর্তমানে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় বলেছেন, 'অমিত শাহকে প্রমাণ করেছে, ও কিছু নয়, আমি বলব শুভেন্দুর বাড়িতে আয়না পাঠাতে, ওকে কেন ধরা হবে না? ' পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি জানিয়েছেন, 'সুদীপ্ত সেনের সঙ্গে শুভেন্দুকে একসঙ্গে জেরা করতে হবে।' পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দেগে বলেছেন,' পায়ে কাঁটা ফুটেছে, বিজেপি সেটিং অপজিশন নয়। এখানে মুখ্যমন্ত্রীর ছবি সরাতে হচ্ছে, প্রধানমন্ত্রীর নাম লিখতে হচ্ছে, যন্ত্রণা তো হবেই। এরপরে ৭০ লক্ষ শৌচাগার থেকে নাম তুলতে হবে। বিরোধী দলনেতার জন্য সব হচ্ছে, তাই এসব।' প্রসঙ্গত, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ওপর চাপ বাড়াতে পথে নেমেছে তৃণমূল। সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে জেলায় জেলায়, এমনকি শুভেন্দুর খাস তালুক বলে পরিচিত কাঁথিতেও বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে দাবিতে অবস্থান-বিক্ষোভ করছে তারা। কোচবিহার স্টেশন মোড়ে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা।