কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:  আসানসোল (Asansol) পুরসভায় মেয়র পদে শপথগ্রহণ হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। তারপর দু’মাস পেরিয়ে গেলেও কেন পূর্ণাঙ্গ বোর্ড গঠন বা মেয়র পারিষদদের মনোনয়ন করা গেল না, এই প্রশ্নে সরব বিজেপি ও কংগ্রেস। এ নিয়ে রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) কাছে চিঠিও পাঠিয়েছে বিজেপি (BJP)। যদিও আসানসোলের মেয়রের দাবি, দু’একদিনেই মেয়র পারিষদদের মনোনয়ন হবে।


পুরভোটের পর নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে গেছে। কিন্তু, আসানসোলে এখনও মেয়র পারিষেদদের মনোনয়ন হয়নি। গঠন করা হয়নি পূর্ণাঙ্গ বোর্ড। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার নির্বাচন হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, এবং ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির দাবি, ২০০৬ সালের পুর আইন অনুযায়ী, মেয়রের শপথের ৬০ দিনের মধ্যে মেয়র পারিষদদের মনোনয়ন করতে হয়।  ২৫ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার মেয়র হিসেবে শপথ নেন বিধান উপাধ্যায়। যিনি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি।  মেয়রের শপথগ্রহণের পর ৬০ দিন পেরিয়ে গেছে। এখনও মেয়র পারিষদদের মনোনয়ন হয়নি। 


এর জেরে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই অভিযোগ জানিয়ে, পুরসচিব ও রাজ্যপালের কাছে চিঠি লিখেছেন চৈতালি তিওয়ারি। আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির কথায়, এর ফলে মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পুরসচিব ও রাজ্যপালকে চিঠিতে জানিয়েছি।  


একই অভিযোগে সরব হয়েছেন ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরও। যদিও মেয়রের দাবি, মেয়র পারিষদ মনোনীত না হওয়ার জন্য মানুষ পুর পরিষেবা পাচ্ছেন না, এই অভিযোগ ঠিক নয়। 


আসানসোল পুরসভার তৃণমূল নেতা ও মেয়র বিধান উপাধ্যায়ের কথায়, পুর পরিষেবা পৌঁছোচ্ছে না, এটা ঘরে বসে জেনে যাচ্ছে? মাঝে আসানসোল লোকসভা উপনির্বাচন ছিল । দু’তিন দিনে  মেয়র পারিষদ মনোনয়ন করা হবে। পুরসভার অন্দরে এই টানাপোড়েন কতদিন চলবে? সেটাই দেখার।


আরও পড়ুন- ' দলকে সামনে রেখে তোলাবাজি নয় ’ কড়া বার্তা এবার মহুয়া মৈত্রর