কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। সম্মানিত শতাব্দী প্রাচীন ইউনিভার্সিটি। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং' (Times Higher Education Impact Ranking 2022) - এ শীর্ষস্থানে । ২০২২-এ যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘দেশের সমস্ত কেন্দ্রীয় ও রাজ্যের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় । ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনমিক গ্রোথ বিভাগে বিশ্বে ১৪তম স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফ্যাকাল্টি, গবেষক ও পড়ুয়াদের অভিনন্দন’ ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে লেখাপড়ার মানের ভিত্তিতে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের তকমা পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে অ্যাকাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (এআরডব্লিউইউ)-র প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সেবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, পড়ুয়া এবং অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানান।