কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: তেষ্টা মেটাতে ট্রেন থেকে নেমে খানিক জল আনতে গেছিলেন। কিন্তু ফিরে ট্রেনে উঠতে গিয়ে যে এমন সাংঘাতিক ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি এই মহিলা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্টেশনেই পড়ে গেলেন এক মহিলা যাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশনে।
চলন্ত ট্রেনে উঠতে পা পিছলে পড়ে যান এক মহিলা যাত্রী। যদিও কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। মহিলার প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন দুই আর পি এফ জওয়ান। গতকাল অর্থাৎ শনিবার সকালে আসানসোল স্টেশনের ঘটনা। সকাল আটটা নাগাদ বিলাসপুর – পটনা ট্রেন এসে থামে আসানসোল স্টেশনে। তেষ্টা মেটাতে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে জল আনতে নামেন ওই মহিলা যাত্রী। জল ভরে ফেরার সময় ট্রেনে উঠতে যেতেই ঘটে বিপদ। ট্রেনে চাপার আগেই ট্রেনটি হঠাৎ ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বভাবতই পা পিছলে পড়ে যান তিনি।
তবে সৌভাগ্যবশত সেই সময় ওইখান দিয়ে দুই কর্তব্যরত আর পি এফ জওয়ান যাচ্ছিলেন। দুর্ঘটনা ঘটতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান ওই দুই আর পি এফ জওয়ান। বেকায়দায় পড়ে গিয়ে ট্রেনের চাকার নিচে চলে যাওয়ার আগেই তাঁকে টেনে তোলেন ওই দুই উদ্ধারকারী। সঠিক সময়ে ওই দুই জওয়ান ঘটনাস্থলে এসে না পৌঁছলে ঘটে যেতে পারত সাংঘাতিক ঘটনা। হয়তো প্রাণও যেতে পারত ওই মহিলার। তবে ওই মহিলা যাত্রীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে থামানো হয় ট্রেন। ট্রেন থামিয়ে তাঁকে আবার তাঁর পরিবারের সঙ্গে চাপিয়ে দেওয়া হয় ট্রেনে।
এই সম্পূর্ণ ঘটনাটির ছবি ধরা পড়েছে আসানসোল প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায়। ঘটনার কথা জানতে পেরে স্বভাবতই দুই জওয়ানের প্রশংসা করছেন সকলে। দুই জওয়ানের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। প্রত্যেকের একটাই বক্তব্য, ভাগ্যিস, ওই দুই কর্তব্যরত অফিসার ছিলেন ওখানে, নয়তো চূড়ান্ত মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারত।