কলকাতা: সল্টলেকে আশা কর্মীদের (Asha Worker) ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। বেতন বৃদ্ধি-সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে। দিতে হবে সরকারি স্বীকৃতি। আর এই দাবিতে সরব আশা কর্মীরা। এদিন বিক্ষোভ দেখাতে গিয়ে সল্টলেকে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা বচসা শুরু হয়।                               


কী দাবি আশাকর্মীদের?


একই দাবিতে গত সপ্তাহেও স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন আশা কর্মীরা। এক আন্দোলনকারী বলেছিলেন, “আমরা সরকারি স্বীকৃতি চাই।  স্থায়ীকরণ করতে হবে। মাধ্যমিকের ডিউটি থেকে সার্ভে, বিনা পারিশ্রমিকে একের পর এক কাজ করাচ্ছে। আমাদের দাবি বিনা পারিশ্রমিকে কোনও কাজ করানো যাবে না। স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে। নির্দিষ্ট কাজ এবং কাজের নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে।’’


আর এদিনই চুক্তিভিত্তিক কর্মীদের সমবেতনের দাবি জানিয়ে ট্যুইট করলেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে বিরোধী দলনেতা উল্লেখ করেন, 'স্কিল ডেভেলপমেন্টের চুক্তিভিত্তিক কর্মীদের ২ হাজার টাকা অতিরিক্ত ভাতা বৃদ্ধি। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে স্বেচ্ছাসেবকের কাজ করার জন্য অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা।’ রাজ্যের সব চুক্তিভিত্তিক কর্মীর সমবেতনের দাবি বিরোধী দলনেতার।






 


কর্মবিরতির ডাক: এদিকে বকেয়া ডিএ-র (DA) দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের। ২০, ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের। বাজেট রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৩ শতাংশ হারে DA-র ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কিন্তু গতকালই আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা জানিয়ে দিয়েছেন এই ডিএ ঘোষণায় তাঁরা খুশি নন। আর এদিন আন্দোলনকারীরা জানিয়ে দিলেন ফের কর্মবিরতির পথে হাঁটবেন তাঁরা। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।               


আরও পড়ুন: Partha Chatterjee: গয়না-টাকা আপনার? উত্তরে পার্থ বললেন, "সবাই ভাল থাকুন''